ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা মৌলিক নাট্যদলের ‘সুবচন নির্বাসনে’ মঞ্চস্থ

প্রকাশিত: ১২:০৩, ২৪ মার্চ ২০১৯

ঢাকা মৌলিক নাট্যদলের ‘সুবচন নির্বাসনে’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা মৌলিক নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘সুবচন নির্বাসনে’ নাটকের চতুর্থ মঞ্চায়ন হয়। মৌলিক নাট্যদলের সহযোগী সংগঠন মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও সম্মাননা প্রদান শেষে নাটকটির মঞ্চায়ন হয়। ‘সুবচন নির্বাসনে’ নাটকটি রচনা করেছেন আব্দুল্লাহ আল মামুন। নির্দেশনা দিয়েছেন ঢাকা মৌলিক নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি সাজু আহমেদ। ‘সুবচন নির্বাসনে’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন কানিজ ফাতেমা, সজল মাহমুদ, জিল্লুর রহমান জুয়েল, সোহেল আহমেদ খান, সাজু আহমেদ, তুষার খান, শাওন আহমেদ, পাপড়ি সুলতানা প্রিয়া, রিয়াজ আহমেদ, মোঃ শামীম, মাহিমা হাসান মাহি প্রমুখ। নাটকের সঙ্গীত হাসান সিদ্দিকী, পোশাক পরিকল্পনায় কানিজ ফাতেমা। নাটকের প্রযোজনা অধিকর্তা সাজু আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা মৌলিক নাট্যদলের প্রধান উপদেষ্টা সোহেল আহমেদ খান। সার্বিক সহযোগিতায় উপদেষ্টা মামুনুর রশীদ মামুন। এদিকে উপলক্ষে মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশনের তৃতীয় বর্ষপূতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মানবাধিকার কর্মী ও সংস্কৃতিজন সংগ্রাম মিত্র। প্রধান আলোচক ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি জিএম হারুন অর রশীদ, বিশিষ্ট চিত্রশিল্পী মোঃ আবু লায়েছ নিক্সন, লোক গবেষক ও বিশিষ্ট সমাজকর্মী সৈয়দা আঁখি হক, সংস্কৃতিকর্মী ও সমাজসেবী লিজা আসমা আক্তার, এ্যাডভোকেট আব্দুল মালেকসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশনের অন্যতম উপদেষ্টা এবং উন্নয়ন ধারার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন। অনুষ্ঠান সঞ্চালনা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা, উন্নয়ন ধারার নির্বাহী চেয়ারম্যান সোহেল আহমেদ খান। আলোচনা শেষে ৬ গুণীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের মানবাধিকার কর্মী ও সংস্কৃতিজন সংগ্রাম মিত্র, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, বিশিষ্ট কবি মোঃ মিজাহারুল ইসলাম চিত্রশিল্পী মোঃ আবু লায়েছ নিক্সন, লোক গবেষক ও বিশিষ্ট সমাজকর্মী সৈয়দা আঁখি হক, সংস্কৃতিকর্মী ও সমাজসেবী লিজা আসমা আক্তার। প্রসঙ্গত ঢাকার সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম নন্দিত সংগঠন মৌলিক মিডিয়া এান্ড কমিউনিকেশন ২০১৬ সালের ১৯ মার্চ যাত্রা শুরু করে। এরপর থেকে সংগঠনটি প্রতি বছরই বিভিন্ন সময়ে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজন সম্মাননা ও সংবর্ধনা প্রদান, আবৃত্তি অনুষ্ঠান এবং বিশেষ দিবসগুলোতে বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তিন বছরে এ পর্যন্ত ৩০টিরও অধিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। ভবিষ্যতেও তারা তাদের কর্মকা- আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে।
×