ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলিয়ঁসে জাকিয়া বৃষ্টির ‘অবারিত সম্ভাবনার বাঁধভাঙ্গা পথ’

প্রকাশিত: ১২:০২, ২৪ মার্চ ২০১৯

আলিয়ঁসে জাকিয়া বৃষ্টির ‘অবারিত সম্ভাবনার বাঁধভাঙ্গা পথ’

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে শিল্পী সালমা জাকিয়া বৃষ্টির ‘অবারিত সম্ভাবনার বাঁধভাঙ্গা পথ’ শীর্ষক একক চিত্রকর্ম প্রদর্শনী। শুক্রবার ১০ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী কনক চাঁপা চাকমা ও আবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টসের প্রধান নিলু রওশন মোর্শেদ। প্রদর্শনীতে শিল্পী সালমা জাকিয়া বৃষ্টির এক্রেলিক মাধ্যমে আঁকা ২৮টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি চলবে ২ এপ্রিল পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, পৃথিবীজুড়ে হাজারো শিশু প্রতিবন্ধিতায় আক্রান্ত। এইসব নিষ্পাপ শিশু তাদের চারপাশের অধিকাংশ মানুষের দ্বারা ব্যাপকভাবে ভুল ধারণার শিকার হয়ে থাকে, এমনকি প্রথম পর্যায়ে পিতামাতাও তাদেরকে বুঝে উঠতে পারেন না। আর দশটা সাধারণ মানুষের চেয়ে আলাদা, এইসব শিশুরা পৃথিবীকে এক আলাদা দৃষ্টিকোণে পর্যবেক্ষণ করে থাকে, কখনও কখনও তাদের দৃষ্টিভঙ্গি হয়ে থাকে সবার চেয়ে একেবারেই আলাদা। কিন্তু তাতে তো একথা প্রমাণ হয় না যে তারা অস্বাভাবিক কিংবা তারা নির্যাতনের যোগ্য শিকার। তাদের রয়েছে এক উচ্চমাত্রার বুদ্ধিবৃত্তি যা থেকে বোঝা যায় যে তারা স্বতন্ত্র বিচারক্ষমতার অধিকারী এবং নতুন নতুন সমস্যাকে সহজেই বুঝতে ও তার সমাধানে অত্যন্ত দক্ষ। আমাদের উচিত এইসব প্রতিভাধরদের বোঝার চেষ্টা করা এবং তাদের স্বতন্ত্র এই মস্তিষ্কের চলৎক্ষমতাকে লালন ও চর্চা করতে পৃষ্ঠপোষকতা করা। কেননা সত্যিটা তো এই যে, সভ্যতার শুরু হতে যেসকল বড় বড় বৈপ্লবিক বিবর্তন-পরিবর্তন ও আবিষ্কারের মধ্য দিয়ে আজ পর্যন্ত মানবজাতির যে বিস্ময়কর অগ্রযাত্রা আমরা দেখতে পাচ্ছি, তা একমাত্র এমন প্রতিভাধর অস্বাভাবিক মানুষদেরই জন্যে, চিরাচরিত ধ্যানধারণার অধিকারী সাধারণ মানুষদের জন্য নয়। তাই ‘অবারিত সম্ভাবনার বাঁধভাঙা পথ’ (এ ওয়ে টু ব্রেক বিয়ন্ড) নামক শিল্পকর্ম প্রেরণা সঞ্চয় করেছে প্রতিবন্ধিতায় আক্রান্ত সেইসব শিশুদের প্রত্যয়ে হতে, তাদের পিতামাতার আশা ও আকাক্সক্ষা হতে।
×