ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এস্কোয়ার নিটের মূল্য নিয়ে সংশয়

প্রকাশিত: ১১:৩৮, ২৪ মার্চ ২০১৯

এস্কোয়ার নিটের মূল্য নিয়ে সংশয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান কটন ফাইবার্সের শেয়ার দর কাট-অফ প্রাইসের নিচে নেমে এসেছে। যে কোম্পানিটির শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পরে এখনো ৮ মাস অতিক্রম হয়নি। অন্যদিকে পতনের বাজারের বস্ত্র খাতের এস্কোয়ার নিট নামের আরও একটি কোম্পানির লেনদেন শুরু হচ্ছে যাচ্ছে। ৪৫ টাকা কাট অফ প্রাইসে কোম্পানিটির টাকা উত্তোলন করা হয়েছে। আর সাধারণ বিনিয়োগকারীরা ৪০ টাকায় কোম্পানির আইপিওতে শেয়ার কিনেছে। তবে কোম্পানিটির ইস্যু মূল্য শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা সেটি নিয়ে সন্দিহান বাজার সংশ্লিষ্টরা। এর আগে কারসাজির মাধ্যমে কাট-অফ প্রাইস নির্ধারনের কারনে এরই মধ্যে বুক বিল্ডিং পদ্ধতিটি বিতর্কের মুখে পড়েছে। যোগ্যতার তুলনায় কোম্পানিগুলোর কাট-অফ প্রাইস অতিমূল্যায়িত হওয়ায় নানা সমালোচনার সৃষ্টি হচ্ছে। যা নিয়ে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকেও বিভিন্ন সময় হুশিয়ারি উচ্চারণও করতে দেখা যায়। নিলামে আমান কটনের কাট-অফ প্রাইস নির্ধারন হয় ৪০ টাকা। যে শেয়ারটি মঙ্গলবার লেনদেন শেষে ৩৬.৮০ টাকায় দাঁড়িয়েছে। শেয়ারটি ১২ মার্চ থেকে কাট-অফ প্রাইসের নিচে অবস্থান করছে। তবে কাট-অফ প্রাইসের নিচে নেমে আসা এটাই প্রথম ঘটনা না। এর আগে ১০ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৪০ টাকার নিচে নেমেছিল। উল্লেখ্য, আইপিও পূর্ব ৮০ কোটি টাকার পরিশোধিত মূলধনের আমান কটন শেয়ারবাজার থেকে ৮০ কোটি টাকা সংগ্রহ করে। এই টাকা সংগ্রহে ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ইস্যু করা হয়। এর মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রতিটি ৪০ টাকা করে ৬০ শতাংশ শেয়ার বিক্রি করা হয়। বাকি ৪০ শতাংশ সাধারন বিনিয়োগকারীদের কাছে ৩৬ টাকা করে বিক্রি করা হয়। এর আগে বুক বিল্ডিং পদ্ধতিতে না হলেও প্রিমিয়াম নিয়ে আসা খাতটির অন্যান্য কোম্পানিরও অবস্থাও বেশ নাজুক। ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং নামের কোম্পানি ১৭ টাকা প্রিমিয়ামসহ ২৭ টাকা মূল্যে শেয়ারবাজারে আসে। এখন সেটির মূল্য হচ্ছে ১৬.৪০ টাকা। হামিদ ফেব্রিক্স নামের আরও একটি কোম্পানি ২৫ টাকা প্রিমিয়াম নিয়ে ৩৫ টাকায় শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন করেছে। এখন সেটির দর ২২ টাকা ৪০ পয়সা। মতিন স্পিনিং ৩৭ টাকায় শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এখন দর ৪০.৮০ টাকা। প্যারামাউন্ট টেক্সটাইল ২৮ টাকায় শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে ৬৫.২০ টাকায় লেনদেন হচ্ছে।
×