ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কুলের শতবর্ষ পূর্তি

প্রকাশিত: ০৮:৪২, ২৪ মার্চ ২০১৯

স্কুলের শতবর্ষ পূর্তি

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শুক্রবার রাতে ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান শেষ হয়েছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির স্ত্রী ও উপজেলা মহিলা লীগের প্রেসিডেন্ট কামরুন্নাহার শরীফ। শতবর্ষ পূর্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আইয়ুব আলীর সভাপতিত্বে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুসহ অন্যরা বক্তব্য দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হাজার হাজার দর্শককে মাতিয়ে তোলে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীরাই আগামী প্রজন্মের ভবিষ্যত মন্তব্য করে বলেন, দুর্নীতি, মাদক ও বাল্যবিয়েমুক্ত সিরাজগঞ্জ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সুষ্ঠু জাতি গঠন ও মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফিরোজ মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মোস্তফা কামাল খান প্রমুখ।
×