ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডায়েরি

প্রকাশিত: ০৮:৩৭, ২৪ মার্চ ২০১৯

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডায়েরি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তির বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট ভিভিয়ান ফিলিপের একটি ডায়েরি শুক্রবার সাড়ে তের হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। ব্রিটিশ পাইলট ভিভিয়ান ফিলিপের বিমান ১৯৪৩ সালে গুলি করে নামানো হয়। এরপর জার্মানির কারাগারে তাকে আটকে রাখা হয়। আটক থাকা অবস্থায় কারাগারের মাটি খুঁড়ে পালানোর কৌশল নিয়ে ভিভিয়ান একটি ডায়েরি লেখেন। ওই ডায়েরি, তার কিছু মেডেল ও ছবি শুক্রবার নিলামে তোলা হয়। ভিভিয়ানের এই সংগ্রহকে বলা হয় গোল্ড ডাস্ট। একজন ব্যক্তিগত ব্রিটিশ সংগ্রাহক এগুলো কিনেছেন -বিবিসি বিরল পাখি যুক্তরাষ্ট্রের আলাবামায় একটি গাঢ় হলুদ রংয়ের কার্ডিনাল পাখির খোঁজ মিলেছে। পাখিটি সম্প্রতি একজন নারীর বাড়ির পেছনে বসলে ওই নারী এটির ছবি তুলে প্রাণী বিজ্ঞানীদের দেখান। পাখিটি দেখে প্রাণী বিজ্ঞানীরা বলেন, কার্ডিনাল পাখি বর্তমানে বিলুপ্তির পথে। অন্তত ১০ লাখ পাখির মধ্যে এই ধরনের একটি পাখির খোঁজ মেলে। তবে পাখিটি প্রথম দিন দেখার পর কারেম মালডোনাডো নামের ওই নারী আর দ্বিতীয়বার দেখতে পাননি। কারেম বলেন, পাখিটি আমার দিকে এক চোখে তাকিয়ে ছিল –ইউপিআই
×