ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে সংঘর্ষে সাত জঙ্গী নিহত

প্রকাশিত: ০৮:৩৭, ২৪ মার্চ ২০১৯

কাশ্মীরে সংঘর্ষে সাত জঙ্গী নিহত

কাশ্মীরে একদিনে চারটি আলাদা আলাদা সংঘর্ষে পাকিস্তানভিত্তিক জঙ্গী সংগঠনের সাত সদস্যকে হত্যার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীরে একদিনে জঙ্গীদের সঙ্গে এতগুলো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, নিহত ৭ জঙ্গী পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদের সদস্য, বলছে পুলিশ। চারটি সংঘর্ষের মধ্যে তিনটিই বন্দুকযুদ্ধ, যার একটি পাকিস্তান সীমান্তের কাছে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় হয়েছে বলেও জানিয়েছে তারা। সংঘর্ষ শুরুর আগে লস্কর-ই-তৈয়বার দুই সদস্য ১২ বছর বয়সী এক বালককে অপহরণের পর হত্যা করেছিল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পরে ওই দুই লস্কর সদস্যও মারা যায়। -ওয়েবসাইট এ জঙ্গীগোষ্ঠীটির সদস্যরা পাকিস্তান থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এসে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং বেসামরিক নাগরিকদের হয়রানি করে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। ফেব্রুয়ারির ১৪ তারিখের পর থেকে এ নিয়ে কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে ২২ জঙ্গী নিহত হয়েছে বলেও জানিয়েছে নয়াদিল্লী। পুলওয়ামায় ভারতীয় আধাসামরিক বাহিনীর গাড়িবহরে পাকিস্তানভিত্তিক জঙ্গীগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের গত মাসের আত্মঘাতী হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
×