ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে ফের আগুন

প্রকাশিত: ০৭:৫৮, ২৩ মার্চ ২০১৯

রাজধানীতে ফের আগুন

অনলাইন রিপোর্টার ॥ রাজধানীর রামপুরায় একটি ভবনে আগুন লেগেছে। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে কেউ হতাহত হননি। তবে ভবনের ভেতর থাকা তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনের ভেতরে অনেক মোটরসাইকেল ছিল। তিনটি বাদে বাকিগুলো নিরাপদে বের করে নিয়েছেন স্থানীয়রা। এছাড়া কম্পিউটার, প্রিন্টার ও মোবাইল সামগ্রীও ভস্মীভূত হয়েছে বলে জানান খিলগাঁও ফায়ার সার্ভিসের পরিদর্শক আবুদল আলিম শিকদার। তিনি বলেন, কোনো লোকজন হতাহত হয়নি। তবে বসবাসের জন্য ভবনটি অনিরাপদ। তিনি আরও বলেন, ভবনটি অনেক পুরনো। দেয়ালের পলেস্তরা খসে পড়েছে। এটা মানুষ বসবাসের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অগ্নিনির্বাপণ কর্মীরা ১০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছেন।হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ গোলাম আজম বলেন, শনিবার বিকাল ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চারতলা ভবনটির তিনতলায় লোকজন বাস করেন। তবে নিচতলায় একটি কম্পিউটার দোকান আছে। সেখানে শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
×