ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাবের দ্বিবার্ষিক নির্বাচনী প্যানেল ঘোষণা

প্রকাশিত: ০৯:৪৬, ২৩ মার্চ ২০১৯

  হাবের দ্বিবার্ষিক নির্বাচনী প্যানেল ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ হজ এজেন্সিস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাবের) দ্বিবার্ষিক নির্বাচনে প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হাবের বর্তমান কমিটির মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিমকে একটি প্যানেলের প্রধান হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। শনিবার সদস্যদের নিয়ে তসলিমের নেতৃত্বাধীন হাব সম্মিলিত ফোরামের প্রথম মতবিনিময় সভা ডাকা হয়েছে পল্টনের ফারস হোটেলে। এর আগে হাবের বর্তমান ইসি ও ঢাকা জোনাল কমিটির বেশিরভাগ সদস্যের উপস্থিতিতে এক ঘরোয়া সভায় সংগঠনের বর্তমান সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া তার শারীরিক অসুস্থতা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সময় দিতে অপারগতা প্রকাশ করে বর্তমান মহাসচিব তসলিমকে প্যানেল প্রধান করে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দেন। আব্দুস ছোবহান নিজে নির্বাচনী মাঠে উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন। এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ও হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী, সহ-সভাপতি আব্দুস সালাম আরেফ, খাজা মঈন উদ্দিন জালালাবাদী, যুগ্ম-মহাসচিব রুহুল আমিন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম, এস এম ইব্রাহিম, ওয়াহিদুল আলম, অর্থ সচিব মাওলানা ফজলুর রহমান, চট্টগ্রামের হাব নেতা শাহ আলম, জিয়া উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ ও ক্বারী গোলাম মোস্তফা।
×