ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাটকা বিক্রি ॥ ৯ জনের কারাদন্ড

প্রকাশিত: ০৯:০১, ২৩ মার্চ ২০১৯

 জাটকা বিক্রি ॥ ৯ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে ১০ টন জাটকা জব্দ ও বিক্রির দায়ে নয়জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ভোররাতে র‌্যাব ও মৎস্য অধিদফতর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, যাত্রাবাড়ী এলাকায় তিনটি মাছের আড়তে অভিযান চালিয়ে তিন থেকে পাঁচ ইঞ্চি আকারের ১০ টন জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকা বিক্রির দায়ে ৯ জনকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। তিনি জানান, জাটকা ধরা যেমন অপরাধ তেমনি বিক্রি, বহন ও সংরক্ষণ করাও অপরাধ। জব্দ হওয়া জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
×