ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৮:৫৬, ২৩ মার্চ ২০১৯

 পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শিক্ষাজীবনের সফলতার জন্য ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সমন্বয় হলেই বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি করা সম্ভব বলে মন্তব্য করেছেন, যুগ্ম সচিব ও বি,সি,আ্ই,সির বাণিজ্যিক পরিচালক আমিন উল আহসান কামাল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরদীর ঐতিহ্যবাহী পাকশী এনবিপিএম হাইস্কুলে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এনবিপিএমের এমডি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি যীশু বিকাশ চৌধুরীর সভাপতিত্বে উত্তরা ব্যাংক সিবিএর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু মোঃ আহসান উল্লাহ হাবিব,আওয়ামী লীগ নেতা রশিদ উল্লাহ, প্রধান শিক্ষক ফজলুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, প্রধান শিক্ষক রাবেয়া বেগমসহ অন্যরা বক্তব্য দেন।
×