ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাঙ্গায় ভাতিজার শাবলের আঘাতে আহত চাচার মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৭, ২৩ মার্চ ২০১৯

 ভাঙ্গায় ভাতিজার শাবলের আঘাতে আহত চাচার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২২ মার্চ ॥ ভাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের শাবলের আঘাতে আহত হয়ে চাচা বাচ্চু শেখের (৩৮) মৃত্যু হয়েছে। বুধবার তিনি আহত হন। শুক্রবার ভোর ৪টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাচ্চু শেখ। বাচ্চু শেখ ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের মৃত বাদশা শেখের ছেলে। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও দুই মেয়ের বাবা। তিনি দীর্ঘদিন ওমানে ছিলেন। গত এক মাস আগে তিনি দেশে ফিরে আসেন। জানা যায়, বাড়ির সীমানার জমি নিয়ে বাচ্চু শেখের সঙ্গে তার দুই চাচা তো ভাই দুলু শেখের ছেলে খোকন শেখ ও সোনা মিয়া শেখের ছেলে মমিন শেখের বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে বাড়ির বিরোধীয় সীামানার মাপামাপি চলছিল। মাপামাপির এক পর্যায়ে তার দুই চাচা তো ভাই ও তাদের সহযোগীরা বাচ্চু শেখকে শাবল দিয়ে পিটালে তিনি গুরুতর আহত হন। বাচ্চুকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়। ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টার দিকে মারা যান বাচ্চু শেখ।
×