ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপ্যাডে ফের টাচ আইডি ও হেডফোন জ্যাক

প্রকাশিত: ০৮:৩৭, ২৩ মার্চ ২০১৯

 আইপ্যাডে ফের টাচ আইডি ও হেডফোন জ্যাক

চলতি বছর নতুন আইপ্যাডে আগের মতোই টাচআইডি ও হেডফোন জ্যাক রাখতে পারে এ্যাপল। আগের বছরের আইপ্যাড প্রো-তে টাচআইডি’র বদলে দেখা গেছে ফেইসআইডি। হেডফোন জ্যাকও বাদ দেওয়া হয়েছে ডিভাইসটি থেকে। এবার আবারও পুরনো ধাঁচে ফেরানো হতে পারে বেইজ মডেলের নতুন আইপ্যাড, এমনটাই জানিয়েছে এ্যাপলের এক সরবরাহকারী প্রতিষ্ঠান। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, নতুন আইপ্যাডের পর্দার মাপ কী হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। এটি ১০ ইঞ্চি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরবরাহকারী প্রতিষ্ঠানটি আরও জানায়, নতুন আইপ্যাডের সঙ্গে আনা হতে পারে আইপ্যাড মিনির একটি আপডেটেড সংস্করণও। নতুন আইপ্যাড মিনিতেও খুব বেশি পরিবর্তন আনা হবে না বলেই ধারণা করা হচ্ছে। আগের বছর ৯.৭ ইঞ্চি নতুন আইপ্যাডেও শুধু প্রসেসর আপডেট করেছিল এ্যাপল। আগের মতোই এতে রাখা হয়েছে টাচআইডি ও ক্যামেরা। তবে, নতুন সংযোজন হিসেবে এতে যোগ হয় এ্যাপল পেন্সিল সমর্থন। চলতি বছর ফেইস আইডিসহ আইপ্যাড প্রো মডেলের কোন আপডেট আনা হবে কিনা তা নিয়ে এখন পর্যন্ত কোন তথ্য সামনে আসেনি।
×