ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পয়লা বৈশাখে প্রতিভা শাওনের ‘রঙিলা’

প্রকাশিত: ০৮:৩৩, ২৩ মার্চ ২০১৯

 পয়লা বৈশাখে প্রতিভা শাওনের ‘রঙিলা’

স্টাফ রিপোর্টার ॥ অভিনয়কে জীবনের ব্রত হিসেবে নিয়েছেন প্রতিভা শাওন। অভিনয়ের পাশাপাশি নাচেও রয়েছে সমান অভিজ্ঞতা। মঞ্চের পাশাপাশি বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন টিভি নাটকে। ইতোমধ্যে তার অভিনীত বেশকিছু নাটক দর্শক সমাদৃত হয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে সম্প্রতি ‘রঙিলা’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রতিভা। নাটকটি রচনায় অনিমেষ আইচ, পরিচালনায় রয়েছেন সাজ্জাদ হোসেন দোদুল। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, নাটকের গল্প খুব চমৎকার। যেখানে গ্রামের একটি মেয়ে প্রথম ঢাকায় আসে তার এক আত্মীয়ের বাসায়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঘুরতে আসে। পয়লা বৈশাখ উপলক্ষে চারুকলার শিক্ষার্থীদের তৈরি নানা রঙের জিনিস দেখে সে অবাক হয়। গ্রামের উৎসবে সে নাগরদোলা দেখেছে, কিন্তু চারুকলার শিক্ষার্থীদের তৈরি এসব জিনিস সম্পর্কে আগে কিছুই জানত না। সেখানে পরিচয় হয় রোজিত নামের একটি ছেলের সঙ্গে। তার কাছে রঙিলা জানতে চায় অর্ধেক মানুষ আর অর্ধেক বাঘ কেন তেরি করা হয়েছে। কোন এক সময়ে রোজিতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোজিত তাকে ওপেন স্কুলে ভর্তি করায় লেখাপড়া শেখার জন্য। কোন এক সময়ে রোজিতের সঙ্গে রঙিলার বিয়ে হয়। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকে রোজিতের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। প্রতিভা বলেন, খুব একটি নাটক ‘রঙিলা’। সামাজিক প্রেক্ষাপটের এই নাটকটি দর্শকপ্রিয়তা পাবে বলে আশা করেন তিনি। পয়লা বৈশাখে আর টিভিতে প্রচার হবে নাটকটি। প্রতিভা শাওন মুন্সীগঞ্জ থিয়েটারের ‘পাহারা’, ‘জমিদার দর্পণ’ ও ‘নীল দর্পণ’, প্রাচ্যনাট থিয়েটারে ‘সার্কাস সার্কাস’ নাটকে অভিনয় করেন। ডিএ তায়েব পরিচালিত ‘তুমি রবে নীরবে’ নাটকে প্রথম ছোটপর্দায় অভিষেক হয়। ইশতিয়াক আহমেদ জুয়েল নির্মিত ‘আমি কিছু বলতে চাই’, এ আর রহিমের ‘সুখের স্বর্গ’, ফরিদুল হাসানের ‘নীলকণ্ঠের পালক’ নাটকে অভিনয় করেন। অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ভালবাসা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত। এখনও মঞ্চ নাটকের মাধ্যমে। প্রাচ্যনাটে কাজ করছি। টভি নাটকেও বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চাই। তাই চরিত্রের ক্ষেত্রে ছোট বড় নয় বরং পূর্ণ প্রকাশ করা যায়- এমন চরিত্রে কাজ করতে আগ্রহী। সুঅভিনয়ের মাধ্যমেই দর্শকের হৃদয়ে ঠাঁই করে নিতে চাই।
×