ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্পর্ধার ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের একাধিক প্রদর্শনী

প্রকাশিত: ০৮:৩২, ২৩ মার্চ ২০১৯

স্পর্ধার ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের একাধিক প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের জীবন ও রাজনৈতিক বাস্তবতায় বেদনাহত ক্ষতের স্মৃতি নিয়ে ‘স্পর্ধা’ গত ১৪ মার্চ থেকে যে ‘মুক্তিযুদ্ধ নাট্যোৎসব ২০১৯’ শুরু করেছিল, তা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা ছিল ২০ মার্চ ২০১৯ পর্যন্ত। কিন্তু স্বাধীনতার এই মাসে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের মূল গল্পকার শহীদুল জহিরের একাদশ মৃত্যুবার্ষিকী এবং একাত্তরের সেই ভয়াবহ কালরাত্রিকে স্মরণ করার উদ্দেশ্যে সে আয়োজনের সময়সীমা বর্ধিত করে আজ ২৩ মার্চ, আগামীকাল ২৪ মার্চ এবং পরশু ২৫ মার্চ পর্যন্ত বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে নাট্যসংগঠন ‘স্পর্ধা’। ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকের পরিকল্পনা ও নির্দেশনা সৈয়দ জামিল আহমেদ। আয়োজকরা আশা করছেন সকল শুভাকাক্সক্ষী এবং দর্শককে সঙ্গে নিয়েই আগামী ২৫ মার্চ সন্ধ্যায় ১৫তম প্রদর্শনীর মাধ্যমে এ প্রযোজনার চূড়ান্ত সমাপনী সম্পন্ন হবে। এ জন্য আয়োজনে সবাইকে পুনরায় আমন্ত্রণ জানিয়েছেন ‘স্পর্ধা’। ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটকটি আজ ২৩ মার্চ সন্ধ্যা ৭-৩০ শহীদুল জহির-স্মরণে উৎসর্গ করা হয়েছে। এছাড়া আগামীকাল ২৪ মার্চ সন্ধ্যা ৭-৩০মিনিট এবং পরশু ২৫ মার্চ বিকেল ৩-৩০ ও সন্ধ্যা ৭-৩০মিনিটে কালরাত্রিতে শহীদদের স্মরণে নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকের প্রতিটি প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উত্তর-আধুনিক লেখক শহিদুল জহির মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে জাদু বাস্তবতায় লিখেছিলেন উপন্যাস ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসকে মঞ্চে এনেছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। তার পরিকল্পনা ও নির্দেশনায় প্রযোজনাভিত্তিক নাট্য সংগঠন ‘স্পর্ধা’ নাটকটি মঞ্চে এনেছে। প্রায় দুই ঘণ্টার এই নাটকের টিকেটের দাম রাখা হয়েছে ১ হাজার, ৫০০, ৩০০ টাকা। আর শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা। নাটকে অভিনয় করছে বিভিন্ন নাট্য সংগঠনের কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাট্য উৎসব আয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমি। নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ জানান, পেশাদার নাট্যচর্চার লক্ষ্য নিয়েই ‘স্পর্ধা’ নাট্য সংগঠনটি পরিচালিত হচ্ছে। এদিকে গতকাল সন্ধ্যা ৬টা থেকে ৬-৩০ পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে স্পর্ধার ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ নাটক উপভোগের জন্য গণমাধ্যম কর্মীদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়।
×