ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তেজনা উস্কে দেয়ার অভিযোগ রাশিয়ার

প্রকাশিত: ১৩:০৮, ২২ মার্চ ২০১৯

 যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে  উত্তেজনা উস্কে  দেয়ার অভিযোগ  রাশিয়ার

জনকণ্ঠ ডেস্ক ॥ রাশিয়া সীমান্তের কাছে বাল্টিক সাগরে পরমাণু অস্ত্র বহনে সক্ষম বি-৫২ বোমারু বিমান পাঠিয়ে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। তবে ওয়াশিংটন বলছে, শত্রুপক্ষের কোন ধরনের আক্রমণের হুমকি মোকাবেলায় বোমারু বিমানের এ টহল প্রয়োজন। খবর ইয়াহু নিউজের। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, যুক্তরাষ্ট্রের বি-৫২ পরমাণু বোমারু বিমান রাশিয়ার সীমান্তের দিকে উড়ে আসায় সেটিকে ধাওয়া করেছে দুটো রুশ সুখোই সু-২৭ জঙ্গী বিমান। বি-৫২ গতিমুখ পরিবর্তন করে উল্টোদিকে চলে যাওয়ার পর সুখোই জঙ্গী বিমানে দুটো ঘাঁটিতে ফেরে।
×