ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এরদোগানের মন্তব্যের প্রতিবাদ জানাতে তুরস্ক যাচ্ছেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:৫০, ২২ মার্চ ২০১৯

এরদোগানের মন্তব্যের প্রতিবাদ জানাতে তুরস্ক যাচ্ছেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ নিউজিল্যান্ডের দুটি মসজিদে গত সপ্তাহে হামলার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের মন্তব্যের প্রতিবাদ জানানোর উদ্যোগ নিয়েছে ওয়েলিংটন। এ উদ্দেশে নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স তুরস্ক সফরে যাবেন। খবর ওয়েবসাইটের। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বুধবার নিউজিল্যান্ড তুরস্কের কাছ থেকে সরাসরি কথা শুনতে চায়। ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হন। এ হামলার পর এরদোগান বলেন, হামলাকারী ব্রেন্টন ট্যারেন্ট একজন ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদী,’ যে মনে করে ‘মুসলিমদের জন্য ভীতিকর পরিস্থিতি’ তৈরি করা উচিত এবং শ্বেতাঙ্গরা ‘গণহত্যার শিকার।’ সে তার তথাকথিত ইশতেহারে হামলার বিষয়ে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছিল, যেখানে আলাদা করে বলেছিল তুর্কীদের কথা। ৩১ মার্চ তুরস্কে স্থানীয় নির্বাচন। এ উদ্দেশে বিভিন্ন নির্বাচনী সভায় যাচ্ছেন এরদোগান। এ রকম একাধিক সভায় নিজের ইসলামপন্থী একে পার্টির সমর্থন জোরদার করতে তিনি ওই হামলার বিষয়ে মন্তব্য করেছেন। তার মতে, নিউজিল্যান্ডের দুই মসজিদে হামলা তুরস্কের বিরুদ্ধে ঘটা বৃহত্তর হামলারই অংশ। তিনি বলেন, তুরস্কের বিরুদ্ধে যে হামলা চালাবে তাকে কফিনে ভরে ফেরত পাঠানো হবে।
×