ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এমএইচ উল্লাহ

বৃদ্ধাশ্রম কেন?

প্রকাশিত: ০৯:৪০, ২১ মার্চ ২০১৯

বৃদ্ধাশ্রম কেন?

যে বাবা-মা নিজ সন্তানের নিগ্রহের শিকার হননি তারা কি করে বুঝবেন আপন সন্তান কর্তৃক নিগৃহীত হওয়ার কি যন্ত্রণা? আমাদের সমাজে ইদানীং বৃদ্ধ পিতা-মাতার প্রতি আপন সন্তানের দায়িত্ব ও কর্তব্য বোধের অনেক ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। তাইতো বাধ্য হয়ে বৃদ্ধ পিতা-মাতা নিজ সন্তানকে ছেড়ে বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় বাধ্য হচ্ছে, অথচ পূর্বে এমনটি ছিল না। আমরা শুনেছি পশ্চিমের তথাকথিত সভ্য দেশগুলোতে এ ধরনের ঘটনা ঘটছে। এখন কিন্তু আমরা আপন চোখেই এ ধরনের ঘটনা ঘটতে দেখছি। এসব ঘটনা যে কত বেদনাদায়ক তা ভুক্তভোগী ছাড়া অপর কেউ উপলব্ধি করতে পারবেন না। যে বাবা-মা অনেক কষ্ট করে নিজ সন্তানকে আদর-স্নেহ দিয়ে বড় করে তুললেন তাদের প্রতি এ হেন জঘন্য আচরণ ক্ষমার অযোগ্য। যে গর্ভধারিণী মা অনেক দুঃখ-কষ্টের মাঝে সন্তানকে বড় করে তুললেন- যে বাবা নিজে না খেয়ে সন্তানকে বড় করলেন- পরবর্তীকালে যে সন্তান জীবনে প্রতিষ্ঠিত হলো সেই সন্তান যদি বৃদ্ধ বয়সে বাবা মায়ের সেবা যত্ন না করেন- খোঁজ খবর না নেন তাহলে এর চেয়ে দুঃখজনক ঘটনা এই পৃথিবীতে আর কি হতে পারে? দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে ইদানিং এ রকম অবাঞ্ছিত অহরহ ঘটছে। পৃথিবীর কোন ধর্মই এ ধরনের ঘটনা সমর্থন করে না- ইসলাম ধর্মে পিতা-মাতার প্রতি সদয় ব্যবহার করার নির্দেশ আছে, তারপরেও যে সন্তান মাতা-পিতাকে অবজ্ঞা করবে তাদেরকে একদিন ঠিকই বিচারের সম্মুখীন হতে হবে। এখন সময় এসেছে এই ব্যাপারে আইন প্রণয়ন করে অবাধ্য সন্তানদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার। আমাদের ঘুনে ধরা এই সমাজে শাস্তির ব্যবস্থা না থাকলে এ ধরনের অপরাধ দূর করা যাবে না। কলাবাগান, ঢাকা থেকে
×