ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তারবিহীন হেডফোনে ক্যান্সারের ঝুঁকি

প্রকাশিত: ১১:২১, ২০ মার্চ ২০১৯

তারবিহীন হেডফোনে ক্যান্সারের ঝুঁকি

ওয়্যারলেস বা তারবিহীন ব্লুটুথ হেডফোন ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। মিডিয়াম ডটকমে প্রকাশিত একটি সাম্প্রতিক প্রতিবেদন এমনটা দাবি করছে। এ্যাপল এয়ারপডের মতো দামী ওয়্যারলেস হেডফোন ব্যবহার করা হলেও এই ঝুঁকির সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনটি এয়ারপড ও অন্যান্য ব্লুটুথ হেডফোনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ইউনিভার্সিটি অব কলোরাডোর প্রাণরসায়নের অধ্যাপক জেরি ফিলিপস ব্লুটুথ হেডফোন সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা ওয়্যারলেস হেডফোনকে যতটা নিরাপদ ভাবি আসলে তা নয়। এয়ারপড নিয়ে আমার উদ্বেগ হলো, ইয়ার ক্যানেল বা কানপথে এসব ওয়্যারলেস হেডফোন স্থাপনে মাথার টিস্যুতে তুলনামূলক উচ্চ মাত্রার রেডিওফ্রিকোয়েন্সি রেডিয়েশন এক্সপোজ হয়। ঝুঁকির মধ্যে কোষের অস্বাভাবিক কার্যক্রম অন্তর্ভুক্ত, যা টিউমার অথবা অন্যান্য স্বাস্থ্য দুর্দশার কারণ হতে পারে।’ ব্লুটুথ ডিভাইসের জন্য নির্দেশিকা ও নিয়ন্ত্রণ নীতিমালা জোরদার করার লক্ষ্যে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি পিটিশন পেশ করা হয়েছে। -মিডিয়াম ডটকম
×