ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ১১:২০, ২০ মার্চ ২০১৯

আজ রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের আজ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পঞ্চাশ দশক থেকে রাজনীতির মাঠ কাঁপানো বর্ষীয়ান এই রাজনীতিবিদ ও ভাষা সংগ্রামী। জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী পালন করবে। আওয়ামী লীগ আজ সকাল ৮টায় মরহুমের বনানী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বাদ আছর মরহুমের বাসভবনে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মিলাদ মাহফিলে আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। রাজনীতি ও রাজনীতির বাইরে এক অনন্য মানুষ ছিলেন তিনি। তিনি পুরোদস্তুর একজন রাজনীতিক ছিলেন। স্কুল জীবনে রাজনীতিতে হাতেখড়ি, এরপর একজন স্বেচ্ছাসেবক থেকে রাজনীতির পথচলায় দেশের ১৯তম রাষ্ট্রপতি হয়েছিলেন জিল্লুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এই বর্ষীয়ান নেতা।
×