ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচন

বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে কয়েক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

প্রকাশিত: ১১:১৯, ২০ মার্চ ২০১৯

বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে কয়েক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ডাকসু ও হল সংসদ নির্বাচনে অননুমোদিত বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ‘স্বেচ্ছাসেবী পর্যবেক্ষক দল’ নামে বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে উপাচার্যকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন হলগুলোর প্রাধ্যক্ষেরা। সোমবার উপাচার্যের বাসভবনে প্রাধ্যক্ষ কমিটির এক বৈঠকে এই দাবি জানানো হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বেচ্ছাসেবী পর্যবেক্ষক দল নামে বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষক অননুমোদিতভাবে বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে যেভাবে সামাজিক যোগাযোগ ও প্রচার মাধ্যমে নির্বাচন সম্পর্কে অসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, তা উদ্দেশ্যপ্রণোদিত ও নিন্দনীয় বলে সভায় মত প্রকাশ করা হয়। তাদের দায়িত্বশীল আচরণের প্রতি যত্নশীল থাকার জন্য অনুরোধ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষণ্ণ হওয়ায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাধ্যক্ষবৃন্দ উপাচার্য মহোদয়ের কাছে জোর দাবি জানান। প্রাধ্যক্ষ কমিটির সভায় বলা হয়, এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে কতিপয় বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অশান্ত ও অস্থিতিশীল করার হীন অপপ্রয়াসে কোন কোন মহল লিপ্ত হয়েছিল। দীর্ঘ প্রায় তিন দশক পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অসত্য উস্কানিমূলক তথ্য পরিবেশন ও বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল মহলকে আহ্বান জানানো হয়। সভায় আগামী শনিবার নবনির্বাচিত ডাকসু ও হল সংসদ কার্যকরে পরিষদের সভা এবং ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত কার্যকর পরিষদের সদস্যদের পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বভার গ্রহণসহ পরবর্তী কার্যক্রম নিয়েও আলোচনা হয়। ডাকসুর কোষাধ্যক্ষ নিয়োগ ॥ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকিং এ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের এই অধ্যাপককে ডাকসু-২০১৯ এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। শিক্ষার্থীদের মনোভাব বুঝতে চেষ্টা করছেন নূর ॥ ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিবেন বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম ছাত্র সংরক্ষণ অধিকার পরিষদ প্যানেল থেকে জয়ী ভিপি নুরুল হক নূর। আর তাই শিক্ষার্থীদের মনোভাব বুঝতে অসুস্থ থাকা সত্ত্বেও ক্যাম্পাসে এসেছেন বলে জানান তিনি। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই ছাত্রলীগের সবাই জিতেনি : শোভন ॥ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, নির্বাচনে সুষ্ঠু না হলে ছাত্রলীগের সব প্রার্থীই জয়ী হতো। সেটা কিন্তু হয়নি। তার মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রয়েছে। মঙ্গলবার দুপুরে মধুর ক্যান্টিনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এ সময় ছাত্রলীগের বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডাকসুর পুনর্তফসিলের দাবি ছাত্রদলের ॥ গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্তফসিলের দাবি জানিয়েছে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এসব দাবি জানান ছাত্রদল নেতারা। সমাবেশে অনয়িম-কারচুপিতে জড়িত শিক্ষক কর্মকর্তাদের শাস্তির দাবি জানায় সংগঠনটি। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সেক্রেটারি আকরামুল হাসান, ঢাবি ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার, ডাকসুর জিএস প্রার্থী খন্দকার আনিসুর রহমান প্রমুখ।
×