ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রকাণ্ড ব্রোঞ্জমূর্তি

প্রকাশিত: ০৮:৪৯, ২০ মার্চ ২০১৯

প্রকাণ্ড ব্রোঞ্জমূর্তি

১০ টন ওজনের একটি প্রকাণ্ড ব্রোঞ্জমূর্তি তৈরি করেছে ব্রিটেন। এটি ব্রিটেনের মধ্যে সবচেয়ে বড় ব্রোঞ্জমূর্তি। মূর্তিটি প্লেমাউথের প্রখ্যাত থিয়েটার রয়েলের সামনে প্রতিস্থাপন করা হবে। দেশটির প্রখ্যাত ভাস্কর জোসেপ হিলার দুই শতাধিক ব্রোঞ্জের পাতের সাহায্যে এটি তৈরি করেছেন। এখানে একজন নাট্যশিল্পী নাটকের মহড়া দেয়ার ভঙ্গিমায় রয়েছেন। এটি তৈরিতে ব্যয় হয়েছে ৭০ লাখ ৫০ হাজার পাউন্ড। মূর্তিটির উচ্চতা ৭ মিটার, প্রস্থ ৩০ মিটার। মূর্তিটি ব্রিটেনের অন্যতম জনপ্রিয় নিদর্শন হয়ে উঠতে পারে। বিবিসি মানব পাতা এবার ১২শ’ মানুষ একসঙ্গে দাঁড়িয়ে সবুজ পাতা তৈরি করে গিনেজবুকে নাম লিখিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সম্প্রতি এই ঘটনা ঘটে। শহরটির ১২শ’ লোক সবুজ পোশাক পড়ে একসঙ্গে দাঁড়িয়ে শ্যামরক পাতার আদল তৈরি করে। শহরটির এলমিরা ডাউনটাউন ডেভেলপমেন্ট সোসাইটি এই উদ্যোগ নেয়। অংশগ্রহণকারীরা টানা পাঁচ মিনিট দাঁড়িয়ে থেকে শ্যামরক পাতার আদল তৈরি করে। এর আগে রেকর্ডটি আয়ারল্যান্ডের দখলে ছিল। দেশটির ৮১৫ জন মানুষ মিলে এই রেকর্ড গড়েছিল। -ইউপিআই
×