ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম ॥ সবচেয়ে ব্যয়বহুল শহর প্যারিস হংকং ও সিঙ্গাপুর

প্রকাশিত: ০৮:৪৮, ২০ মার্চ ২০১৯

অ ন ্য র ক ম ॥ সবচেয়ে ব্যয়বহুল শহর প্যারিস হংকং ও সিঙ্গাপুর

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্রান্সের রাজধানী প্যারিস, হংকং ও সিঙ্গাপুর। বিশ্বব্যাপী ১৩৩ শহরের ব্যয়ের হিসাবের সঙ্গে তুলনা করে এ তালিকা করা হয়েছে। ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে এ তিনটি শহর শীর্ষ তালিকায় স্থান করে নেয়। আর এ ধরনের জরিপের ৩০ বছরের ইতিহাসে এই প্রথম তিনটি শহর তালিকার শীর্ষে স্থান পায়। গতবছর এই তালিকার দ্বিতীয় স্থানে ছিল প্যারিস। আর ইউরোজোনের মধ্যে প্যারিস এক মাত্র শহর যেটি শীর্ষ দশে রয়েছে। ১৩৩ শহরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তুলনা করে এ তালিকা করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো রুটির দাম। এরপর নিউইয়র্কের জীবনযাত্রার মানের সঙ্গে তুলনা করা হয় যে, মূল্য কমেছে নাকি বেড়েছে। এদিকে সবচেয়ে সস্তা শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস। এই জরিপের প্রধান সমন্বয়কারী রোকসানা স্লাভেচেভা বলেন, ২০০৩ সাল থেকে প্যারিস সবচেয়ে ব্যয়বহুল শীর্ষ ১০ শহরের তালিকায় রয়েছে। এই শহরের বাস করা সত্যিই খুব ব্যয়বহুল। সবচেয়ে ব্যয়বহুল শীর্ষ ১০ শহরের মধ্যে প্রথম হলো সিঙ্গাপুর (সিঙ্গাপুর), প্যারিস (ফ্রান্স) ও হংকং (চীন), চতুর্থ স্থানে রয়েছে জুরিখ (সুইজারল্যান্ড), পঞ্চম স্থানে রয়েছে জেনেভা (সুইজারল্যান্ড) ও ওসাকা (জাপান), সপ্তম স্থাানে সিউল (দক্ষিণ কোরিয়া), কোপেনহেগেন। -বিবিসি
×