ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মসজিদে হামলাকারী সর্বোচ্চ শাস্তি পাবে ॥ আরডার্ন

প্রকাশিত: ০৮:৪৬, ২০ মার্চ ২০১৯

মসজিদে হামলাকারী সর্বোচ্চ শাস্তি পাবে ॥ আরডার্ন

ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী সন্ত্রাসীর নাম কখনও উচ্চারণ না করার প্রত্যয় ব্যক্ত করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। মঙ্গলবার পার্লামেন্টে দেয়া এক ভাষণে আরডার্ন বলেছেন, ‘সে তার সন্ত্রাসী কর্ম থেকে অনেক কিছু চেয়েছিল, এর একটি কুখ্যাতি- এই কারণেই আমাকে কখনও তার নাম উচ্চারণ করতে শুনবেন না আপনারা। খবর বিবিসি অনলাইনের। গত শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শ্বেত শ্রেষ্ঠত্ববাদী এক জঙ্গীর হামলায় ৫০ জন নিহত ও বহু লোক আহত হয়। এ ঘটনায় স্বঘোষিত শ্বেত শ্রেষ্ঠত্ববাদী জঙ্গী অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারান্টের (২৮) বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে। নির্বিচার ওই হত্যাকাণ্ডের চারদিন পর রাজধানী ওয়েলিংটনে প্রধানমন্ত্রী আরডার্ন বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, তাদের নাম নিন যারা এ ঘটনায় প্রাণ হারিয়েছেন, তার নাম নয় যে তাদের প্রাণ নিয়েছে।’ সে একজন সন্ত্রাসী। একজন অপরাধী। সে একজন চরমপন্থী। কিন্তু সে যখন আমি কথা বলব, নামহীন থাকবে। পার্লামেন্টের এই বিশেষ বৈঠকে আরডার্ন ‘আসসালামু আলাইকুম’ বলে সবাইকে সম্ভাষণ জানান। ক্রাইস্টচার্চের বন্দুকধারীর মতো রেকর্ড করা ভিডিও সরাসরি সম্প্রচার ও শেয়ারিং আটকানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে আরও পদক্ষেপ নেয়ার আহ্বান জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো শুধু লাভ করবে কিন্তু কোন দায়দায়িত্ব নিবে না, তা হতে পারে না বলে এ সময় মন্তব্য করেন তিনি। হামলাকারীকে ‘নিউজিল্যান্ডের আইনের আওতায় সর্বোচ্চ সাজা ভোগ করতে হবে বলে পার্লামেন্ট সদস্যদের আশ্বস্ত করেন তিনি। আগামী শুক্রবার ফের আরেকটি জুমার নামাজের দিন এবং হামলার ঘটনারও এক সপ্তাহ পূর্ণ হওয়ার দিন, একথা স্মরণ করিয়ে দিয়ে নিউজিল্যান্ডের সবাইকে এদিন মুসলিম সম্প্রদায়ের শোকের কথা মনে রেখে চলার অনুরোধও জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। শনাক্তকরণ ও ফরেনসিক ডকুমেন্টেশনের ধীর গতির জন্য এ পর্যন্ত নিহত কারও দাফন করা যায়নি। ওই দিন যারা নিহত হয়েছেন তাদের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, তুরস্ক, কুয়েত, সোমালিয়া, আফগানিস্তান, সিরিয়া ও অন্যান্য দেশের লোক রয়েছেন। আরও প্রাণঘাতী করার জন্য খুনী তার ব্যবহৃত সামরিক ধরনের এ্যাসাল্ট রাইফেলগুলো সংস্কার করেছিল। পুলিশ জানিয়েছে, নিউজিল্যান্ডের প্রচলিত আইন অনুযায়ী এটি অবৈধ নয়।
×