ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিটিভিতে ‘নিসর্গ ও নক্ষত্র’

প্রকাশিত: ১২:১৪, ১৯ মার্চ ২০১৯

বিটিভিতে ‘নিসর্গ ও নক্ষত্র’

সংস্কৃতি ডেস্ক ॥ বিটিভিতে আজ মঙ্গলবার বেলা ১-১৫ মিনিটে প্রচার হবে বিশ্বসাহিত্য বিষয়ক অনুষ্ঠান ‘নিসর্গ ও নক্ষত্র’। অনুষ্ঠানটি পরিকল্পনা-গ্রন্থনা-উপস্থাপনা করেছেন মারুফ রায়হান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোঃ এরশাদ হোসেন। বিংশ শতাব্দীর প্রধান প্রভাব বিস্তারকারী লেখক ফ্রানৎস কাফকা এবং মহাকবি হোমারের কালজয়ী সাহিত্য এবারের অনুষ্ঠানের মূল বিষয়। বিশিষ্ট অনুবাদক ও কথাসাহিত্যিক মাসরুর আরেফিন কাফকার অধিকাংশ গল্প এবং হোমারের মাস্টারপিস ইলিয়াড অনুবাদ করেছেন। মহাকাব্য ইলিয়াড হলো বিশ্বসাহিত্যের প্রথম ক্ল্যাসিক ও প্রথম ট্রাজেডি। ‘নিসর্গ ও নক্ষত্র’ অনুষ্ঠানে মাসরুর আরেফিন কাফকা ও হোমারের কালজয়ী সাহিত্য নিয়ে আলোচনার পাশাপাশি সেসব অনুবাদের ধরন, শৈলী ও সঙ্কট নিয়েও কথা বলেছেন। অনুষ্ঠানে থাকছে কাফকাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র এবং ইলিয়াডের কাহিনী নিয়ে নির্মিত বিশ্বখ্যাত ‘ট্রয়’ চলচ্চিত্রের অংশবিশেষ (বাংলা সাবটাইটেলসহ)। ইলিয়াডের ট্রাজিক চরিত্র এ্যাগামেমননকে নিয়ে লেখা শামসুর রাহমানের ‘ইলেক্ট্রার গান’ কবিতা থেকে আবৃত্তিও থাকছে অনুষ্ঠানে। চরণচিত্রণ পর্বে নিজ শিল্পজগৎ নিয়ে বলেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত তরুণ চিত্রশিল্পী সিলভিয়া নাজনীন। তিনি মার্কিন নারীবাদী চিত্রশিল্পী জুডি শিকাগোর বিশ্বখ্যাত চিত্রকর্ম ‘দ্য ডিনার পার্টি’ নিয়ে আলোচনা করেছেন। উল্লেখ্য, প্রায় আড়াই বছর আগে যাত্রা শুরু করা ‘নিসর্গ ও নক্ষত্র’ অনুষ্ঠানটি বিটিভি ওয়ার্ল্ডে রাতের বেলা পুনঃপ্রচার হয়।
×