ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ১১:৩৯, ১৯ মার্চ ২০১৯

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৯৬ লাখ ৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। কোম্পানিটির মোট ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং। কোম্পানির ৭৯ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে - ফরচুন সু’জ ৭ লাখ ৭৭ হাজার, গ্রামীণ ফোন ৬ লাখ ২১ হাজার এবং ইউনিয়ন ক্যাপিটাল ৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×