ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিটে ৯০ হাজার কোটি ডলারের সম্পদ চলে গেলো যুক্তরাজ্য থেকে

প্রকাশিত: ০৯:২৮, ১৮ মার্চ ২০১৯

 ব্রেক্সিটে ৯০ হাজার কোটি ডলারের সম্পদ চলে গেলো যুক্তরাজ্য থেকে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রেক্সিটের কারণে ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে, ব্যাংকিং ও আর্থিক খাতে। যুক্তরাজ্য থেকে ইইউতে সরিয়ে নেয়া হয়েছে আড়াইশোর বেশি প্রতিষ্ঠান। ইউরোপীয় ইউনিয়নের পুঁজিবাজার সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান নিউ ফিন্যান্সিয়ালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, যুক্তরাজ্য থেকে ইতোমধ্যে যেসব প্রতিষ্ঠান সরিয়ে নেয়া হয়েছে তার সম্পদমূল্য ৯০ হাজার কোটি ডলারের বেশি। ব্যাংকিং ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো স্থানান্তরে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৪শ’ কোটি ডলার। আর যুক্তরাজ্যে কর্মসংস্থান কমেছে ৫ হাজারের বেশি। চলতি মাসের মধ্যে এই সংখ্যা আরও বাড়তে পারে।
×