ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছিল ভারত ও পাকিস্তান

প্রকাশিত: ০৯:০৩, ১৮ মার্চ ২০১৯

 ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছিল ভারত ও  পাকিস্তান

ভারত ও পাকিস্তানের মধ্যে গত মাসে যেভাবে উত্তেজনা ছড়িয়েছিল তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকলেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের হস্তক্ষেপে তা বেশিদূর গড়ায়নি বলে খবর। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির উত্তেজনা কমিয়ে আনতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও ভূমিকা রেখেছেন বলে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্র নিশ্চিত করেছে। পশ্চিমা কূটনীতিকসহ নয়াদিল্লী, ইসলামাবাদ ও ওয়াশিংটনের সরকারী সূত্রগুলো জানিয়েছে, কাশ্মীর নিয়ে উত্তেজনার এক পর্যায়ে ভারত-পাকিস্তানের দিকে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছিল। এর পাল্টায় ইসলামাবাদের প্রতিক্রিয়া ছিল, নয়াদিল্লী যতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে তারাও তার ‘তিন গুণ’ ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিক্রিয়া দেখাবে। হুমকি-পাল্টা হুমকির মধ্য দিয়ে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যাচ্ছিল এবং পারমাণবিক অস্ত্রধর দেশ দুটি কাশ্মীরকে কেন্দ্র করে সর্বাত্মক যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ার উপক্রম হয়েছিল। শেষ পর্যন্ত এগুলো হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু যেসব ক্ষেপণাস্ত্র হামলার কথা হচ্ছিল সেগুলো প্রচলিত অস্ত্রের চেয়ে বেশি কিছু না হলেও তা ওয়াশিংটন, বেজিং ও লন্ডনের কর্মকর্তাদের মনোযোগ কেড়ে নিয়েছিল। ২০০৮ সাল পরবর্তী দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ সামরিক সঙ্কট ও তা নিরসনে সব কূটনৈতিক তৎপরতার উদ্যোগগুলোকে একসূত্রে গেথে প্রতিবেদন করা হয়েছে। প্রায় একই সময়ে ভারত-পাকিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দেয় বলে পরে পাকিস্তান সরকারের এক মন্ত্রী ও ইসলামাবাদে নিযুক্ত এক পশ্চিমা কূটনীতিক পৃথকভাবে রয়টার্সকে নিশ্চিত করেছে। কে এই হুমকি দিয়েছে, পাকিস্তানের কাকে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ভারত ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মধ্যে ‘যুদ্ধের সময়ও যোগাযোগ ছিল, এখনও আছে’, বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের ওই মন্ত্রী। তিনি জানিয়েছেন, ভারতের ওই হুমকির প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায়, নয়াদিল্লী ক্ষেপণাস্ত্র ছুড়লে ইসলামাবাদও পাল্টা জবাব দেবে। ‘আমরা বলেছি, তোমরা যদি একটি ক্ষেপণাস্ত্র ছোড়, আমরা তিনটি ছুড়ব। -ওয়েবসাইট
×