ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাক পরীক্ষায় ফুসফুস সংক্রমণ নির্ণয় করা যাবে

প্রকাশিত: ০৯:০২, ১৮ মার্চ ২০১৯

  নাক পরীক্ষায় ফুসফুস সংক্রমণ নির্ণয় করা যাবে

শিশুর নাকের ব্যাকটেরিয়া ও ভাইরাস পরীক্ষা করে তার ফুসফুসের সংক্রমণ সম্পর্কে জানা যাবে। এর ফলে মারাত্মক ফুসফুস সংক্রমণ নির্ণয় এবং রোগটির চিকিৎসা সহজ হবে। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গবেষণাটি দ্য ল্যানসেট রেসপিরেটরি মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। সারাবিশ্বে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো ফুসফুসের সংক্রমণ। খবর বিবিসির। গবেষণায় দেখা গেছে, ফুসফুসের সংক্রমণ থেকে ব্যাকটেরিয়া ও ভাইরাস শিশুদের নাকে চলে আসে। গবেষকরা জানান, কোন কোন শিশুর সংক্রমণ থেকে উন্নতি অন্যদের তুলনায় কেন ধীরগতিতে হয় তা বিশ্লেষণে এই গবেষণাটি সহায়ক হবে। মারাত্মক ফুসফুস সংক্রমণ প্রতিরোধে এটা খুবই সহায়ক হবে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণা থেকে জানতে পেরেছেন যে, সংক্রমণের পার্থক্য থেকে জানা যাবে ফুসফুসে সংক্রমণের মাত্রা কতটা। এর ফলে চিকিৎসকরা সিদ্ধান্ত নিতে পারবেন যে, ফুসফুস সংক্রমণে ভোগা শিশুকে কতদিন হাসপাতালে থাকতে হবে। তারা জানান, এর ফলে কম সংক্রমণের শিকার শিশুদের ক্ষেত্রে এ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে যাবে। এছাড়া অনেক শিশু স্বাভাবিকভাবে সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠবে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল রিসার্চ কাউন্সিল সেন্টারের ইনফ্লেমেশন রিসার্চের অধ্যাপক এবং গবেষণা দলের প্রধান ডেবি বোগার্ট বলেন, ‘শিশু ও বাচ্চাদের জন্য ফুসফুসের সংক্রমণ খুবই মারাত্মক হতে পারে। এটা অভিভাবকদের জন্য খুবই দুশ্চিন্তার কারণ। তিনি বলেন, আমাদের গবেষণায় এই প্রথম উঠে এসেছে শুধু একটি ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে নয়, বরং শ্বাসযন্ত্রে পুরো মাইক্রোবিয়াল কমিউনিটির কারণে এটা হয়ে থাকে, যা রেসপিরেটরি স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশক।
×