ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ আটে ম্যানইউ-বার্সা মহারণ

প্রকাশিত: ০৯:৪৩, ১৬ মার্চ ২০১৯

 শেষ আটে ম্যানইউ-বার্সা মহারণ

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হবে বার্সিলোনা নয়তো ম্যানচেস্টার ইউনাইটেডকে। কেননা এ দু’দল শেষ আটে একে অপরের মুখোমুখি হবে। শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। এতে দু’দলের মুখোমুখি হওয়া নিশ্চিত হয়েছে। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে জুভেন্টাস ও লিভারপুল। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস খেলবে হল্যান্ডের আয়াক্সের বিরুদ্ধে। ইংল্যান্ডের লিভারপুলের প্রতিপক্ষ পর্তুগালের এফসি পোর্তো। আর দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার একে অপরকে পেয়েছে প্রতিপক্ষ হিসেবে। কোয়ার্টারে প্রথম লেগের ম্যাচ হবে ৯ ও ১০ এপ্রিল এবং দ্বিতীয় লেগের ম্যাচ হবে ১৬ ও ১৭ এপ্রিল। এরপর সেমিফাইনালের প্রথম লেগ হবে ৩০ এপ্রিল ও ১ মে। আর ১ জুন এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে হবে টুর্নামেন্টের ফাইনাল। অসাধারণ ঘুরে দাঁড়ানোর গল্প লিখে শেষ আটে উঠেছে ম্যানইউ। শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরে গিয়েছিল তারা। কিন্তু প্রতিপক্ষের মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-১ গোলে জিতে যায় রেড ডেলিভসরা। দারুণ দুটি প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে উঠেছে জুভেন্টাস ও আয়াক্সও।
×