ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোয়ার্টার ফাইনালে চেলসি-আর্সেনাল

প্রকাশিত: ০৯:৪২, ১৬ মার্চ ২০১৯

 কোয়ার্টার ফাইনালে চেলসি-আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ বড় জয়ে উয়েফা ইউরোপা লীগ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংলিশ পরাশক্তি চেলসি। তেমনি প্রথম লেগে হারের ধাক্কা সামলে শেষ আটের টিকেট কেটেছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে চেলসি ৫-০ গোলে হারিয়েছে ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্ককে। এর আগে লন্ডনে প্রথম লেগ ব্লুজরা জিতেছিল ৩-০ গোলে। দুই মিলিয়ে তাই চেলসির জয় ৮-০ গোলে। ফরাসী ক্লাব রেনেসের মাঠে প্রথম লেগে ৩-১ গোলে হেরেছিল আর্সেনাল। যে কারণে ফিরতি লেগ ছিল তাদের জন্য বাঁচা-মরার। ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে এ যুদ্ধে টিকে গেছে গানার্সরা। এবার ফরাসী ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে তাদের জয়ের ব্যবধান ৪-৩ গোল। পিছিয়ে থেকে মাঠে নামা আর্সেনালের শুরুটা হয় দুর্দান্ত। ১৫ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় তারা। পঞ্চম মিনিটে ডানদিক থেকে এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের বাড়ানো বল বাঁ পায়ের টোকায় জালে পাঠান আউবামেয়াং। ১৫ মিনিটে বাঁ দিকের বাইলাইন থেকে ক্রস বাড়ান এ্যারন র‌্যামসে। দুরূহ কোণ থেকে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার মেইটল্যান্ড-নাইলস। এর ফলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। কিন্তু এ্যাওয়ে গোলের সুবাদে পরের রাউন্ডে ওঠার পথে এগিয়ে যায় আর্সেনাল। বিরতির পর ৪৭ মিনিটে সেনেগালের ফরোয়ার্ড এমবায়ে নিয়াংয়ের শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে বাধা পায়। ফলে গোলবঞ্চিত হয় রেনেস। ম্যাচের ৭২ মিনিটে দারুণ এক আক্রমণে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। বাঁদিক থেকে সেয়াদ কোলাশিনাচ গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডি বক্সে বল বাড়ান। সহজেই প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোল করেন গ্যাবনের স্ট্রাইকার আউবামেয়াং। শেষদিকে পরপর সহজ দুটি সুযোগ নষ্ট করে হ্যাটট্রিক হাতছাড়া করেন আউবামেয়াং। আরেক ম্যাচে চেলসির হয়ে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ফরাসী তারকা অলিভিয়ের জিরুড। যে কারণে সহজেই শেষ আটে উঠেছে তার দল। এই ম্যাচে বেঞ্চে থাকেন ব্লুজদের ইডেন হ্যাজার্ড, ডেভিড লুইজ ও পেড্রো। এরপরও জিরুডের নৈপুণ্যে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় চেলসি। উইলিয়ানের কর্নারে সতীর্থের হেডে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। ৩৩ মিনিটে বাঁদিক থেকে মার্কোস আলোনসোর ক্রস ডি-বক্সে পেয়ে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন জির। আর বিরতির ঠিক আগে ডানদিকের বাইলাইন থেকে সতীর্থের ক্রস গোলমুখে পেয়ে ব্যবধান আরও বাড়ান স্প্যানিশ ডিফেন্ডার আলোনসো। বিরতির পর ৫৯ মিনিটে ডানদিক থেকে উইলিয়ানের ফ্রিকিকে হেডে হ্যাটট্রিক পূরণ করেন জিরুড। ৭৮ মিনিটে জিরুডের দারুণ পাস পেয়ে ডিফেন্ডারদের পেছনে ফেলে দারুণ শটে চেলসির হয়ে পঞ্চম গোলটি করেন ক্যালাম হাডসন-ওডোই। প্রথম লেগেও একটি গোল করেছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড। আরেক ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব সালসবার্গের মাঠে ৩-১ গোলে হেরে গেছে নেপোলি। তবে প্রথমপর্বে ৩-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে শেষ আটে উঠেছে ইতালিয়ান ক্লাবটি। শুক্রবার শেষ আটের ড্র’ও হয়ে গেছে। এতে মুখোমুখি হবে আর্সেনাল-নেপোলি, ভিয়ারিয়াল-ভ্যালেন্সিয়া, বেনফিকা-ফ্রাঙ্কফুট ও স্লাভিয়া গ্রাগে-চেলসি।
×