ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ দেশে ফিরবেন মুশফিক-মাহমুদুল্লাহরা

ভয়ানক হামলায় হচ্ছে না ক্রাইস্টচার্চ টেস্ট

প্রকাশিত: ০৯:৩৬, ১৬ মার্চ ২০১৯

 ভয়ানক হামলায় হচ্ছে না ক্রাইস্টচার্চ টেস্ট

মিথুন আশরাফ ॥ সন্ত্রাসী হামলা হয় নিউজিল্যান্ডে। ক্রাইস্টচার্চের হাগলি ওভালের সামনে হাগলি পার্কের কাছাকাছি মসজিদ আল নূরে সন্ত্রাসী হামলা হয়। সেই হামলা আরও কয়েকটি স্থানে ঘটে। এই হামলার পর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ক্রাইস্টচার্চে আজ ভোর চারটায় শুরু হতে জাওয়া তৃতীয় টেস্টটি হচ্ছে না। তা বাতিল ঘোষণা করা হয়েছে। এখন আজ বিশেষ ব্যবস্থায় ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনা হবে। এই মসজিদেই নামাজ পড়ার কথা ছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। কিন্তু অল্পের জন্য ক্রিকেটাররা বেঁচে যান। পাঁচ মিনিট আগে মসজিদের সীমানায় পৌঁছালেই বিপদ আসতে পারত। কিন্তু আজ জেহেতু টেস্ট শুরু হওয়ার কথা তাই শুক্রবার সংবাদ সম্মেলন ছিল। সেই সম্মেলন শেষ হতে একটু দেরি হওয়াতে ক্রিকেটাররাও নামাজ পড়তে একটু দেরিতে মসজিদের দিকে রওনা হন। তাতেই প্রাণে বেঁচে যান। দেরিতে রওনা হওয়ায় পাঁচ মিনিট আগেই যে সন্ত্রাসী হামলা হয় তা মসজিদের একেবারে কাছাকাছি গিয়ে জানতে পারেন ক্রিকেটাররা। নিরাপদে আশ্রয় নিতে সক্ষম হন। এই ঘটনার পর নিউজিল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজ অফিসিয়াল ওয়েবসাইটে টেস্ট বাতিল হওয়ার ঘোষণা দেয়। নিউজিল্যান্ডে একাধিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে টেস্টটি বাতিল হয়। খেলা শুরুর একদিন আগে শুক্রবার জুমা নামাজের আগ মুহূর্তে ক্রাইস্টচার্চসহ নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের পর দুই বোর্ডের মিলিত সিদ্ধান্তে হাগলি ওভাল টেস্ট বাতিল হয়। নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, ‘ক্রাইস্টচার্চের ক্ষতিগ্রস্তদের পরিবার ও বন্ধুদের জন্য রয়েছে আমাদের মন থেকে সমবেদনা। এই অবস্থায় বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে হাগলি ওভাল টেস্ট বাতিল করা হবে। আবারও বলি দুই দলের খেলোয়াড় ও স্টাফরা নিরাপদে আছেন।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, ‘শহরের মসজিদে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা যারা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে তারা সবাই নিরাপদে হোটেলে পৌঁছেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পক্ষ থেকে তাৎক্ষণিক দলের সদস্য ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা হয়েছে।’ শুক্রবারের অনুশীলন শেষ করেই জুমার নামাজ আদায়ের জন্য ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে যাচ্ছিলেন ক্রিকেটাররা। মসজিদে প্রবেশের পূর্বে বিপদের বার্তা পেয়ে ক্রিকেটাররা ফিরে আসেন। এই ঘটনার পর নামাজ পড়তে যাওয়া মুশফিকুর রহীম ও তামিম ইকবাল তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থা জানান। মুশফিক লিখেন, আল্লাহ আমাদের বাঁচিয়ে দিলেন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলায় বাংলাদেশ দলের সবাই বেঁচে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রিকেটার মুশফিক। হামলার সময় মসজিদে প্রবেশ করতে গেলে স্থানীয় এক নারীর কাছ থেকে হামলার কথা শুনতে পেয়ে দ্রুততার সঙ্গে স্থান ত্যাগ করেন তামিম-মিরাজরা। প্রথমে হাগলি পার্ক দিয়ে হাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিং রুমে অনেকক্ষণ অবস্থান নেন। এরপর নিরাপদে টিম হোটেলে চলে যান তারা। মুশফিক টুইট করেছেন, ‘আলহামদুলিল্লাহ্! ক্রাইস্টচার্চে হামলার ঘটনা থেকে আল্লাহ আজ (শুক্রবার) আমাদের বাঁচিয়ে দিলেন। আমরা অনেক বেশি ভাগ্যবান। কখনই এমন ঘটনার সম্মুখীন হতে চাই না। আমাদের জন্য দোয়া করবেন।’ তামিম প্রথমে মসজিদ থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে বলেছেন, ‘জা দেখেছি, এরপর আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না।’ পরে টুইটে লিখেছেন, ‘সম্পূর্ণ টিম বন্দুকধারীর হাত থেকে রক্ষা পেয়েছে। ভয়ার্ত অভিজ্ঞতা এবং আমাদের জন্য দোয়া করবেন।’ সাকিব আল হাসানের এই সফরে থাকার কথা থাকলেও ইনজুরির জন্য তিনি ছিলেন না। তবে সতীর্থদের এমন অবস্থায় ফেসবুকে নিজের কথা জানিয়েছেন। লিখেছেন, ‘ যে কোন ধরনের সন্ত্রাসবাদ নিন্দনীয়। এটা আরও খারাপ হয়ে ওঠে যখন এর শিকার হয় উপাসনারত সাধারণ নিরাপরাধ মানুষ। যারা এক কাপুরুষের হামলায় প্রাণ হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা এবং যারা প্রিয়জন হারিয়েছেন সেইসব পরিবারগুলোর প্রতি আমি সমাবেদনা জানাচ্ছি।’ সঙ্গে সাকিব আরও লিখেন, ‘আল্লাহকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের দলকে এই ভয়াবহ হামলা থেকে নিরাপদে রেখেছেন। আশা করছি তারা খুব তাড়াতাড়ি নিরাপদে দেশে ফিরে আসবে।’
×