ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন ইমাম হোসেন

প্রকাশিত: ০৯:০৯, ১৬ মার্চ ২০১৯

 শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন ইমাম হোসেন

জেলার পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের বাসিন্দা ইমাম হোসেন জনগণের কাছে এক আলোকিত নাম। বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, দানবীর ইমাম হোসেন উন্নত জাতি গড়ার লক্ষ্যে নিজ অর্থায়নে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার্থীদের মাঝে। তার এ মহৎ কাজের জন্য এলাকাবাসীসহ বিভিন্ন মহলে তিনি নন্দিত হয়েছেন। উপজেলার অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চল ভেবড়া, বাসন্ডী, বোর্ডহাট, নন্দনপুর, একান্নপুর, বাগানবাড়ী, নোহালী, কানাড়ি, সিংগারোল, ফকিরগঞ্জসহ আশপাশের গ্রামের শিক্ষার্থীদের জন্য নিজ খরচে ২০১৭ সালে বোর্ডহাট সোনামণি মডেল স্কুল নির্মাণ করেছেন তিনি। ১৪ জন শিক্ষক নিয়োগ দিয়ে মানসম্মত শিক্ষা ছড়িয়ে দিয়ে তাদের ভবিষ্যত স্বপ্ন ও লক্ষ্য পূরণে কাজ করছেন ইমাম হোসেন। তিনি প্রতি মাসে স্কুলটিতে প্রায় ৪০ হাজার টাকা ভর্তুকি দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্কুলটি সঠিকভাবে পরিচালনা করার জন্য অভিজ্ঞ প্রধান উপদেষ্টা মাহমুদুল্লাহ সরকার (আশা), উপদেষ্টা বিলাশ আহম্মদ নিরলসভাবে কাজ করছেন। স্কুলটির নির্মাতা ও পরিচালক ইমাম হোসেন নিয়মিত স্কুলে এসে খোঁজ খবর নিচ্ছেন। শিক্ষক ও কর্মচারীদের প্রতি মাসের বেতন নিজ অর্থায়নে নিয়মিত পরিশোধ করছেন তিনি। প্লে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ২১৫ জন শিক্ষার্থীকে মানসম্মত, স্বনির্ভর ও উন্নতমানের শিক্ষা দেওয়ার জন্য স্কুলে সব ধরনের ব্যবস্থা চালু করেছেন। স্কুলের শিক্ষার্থীদের বিনোদনের জন্য দোলনা, বিভিন্ন খেলার সামগ্রী, কম্পিউটার প্রশিক্ষণ, যাতায়াতের জন্য স্কুল কোচ সরবরাহ করা ও নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদান করছেন চিকিৎসকের মাধ্যমে। এছাড়া উক্ত স্কুলের কোন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য দরিদ্র শিক্ষার্থীর অভিভাবকে এককালীন মোটা অঙ্কের অর্থ অনুদানস্বরুপ প্রদান করে থাকেন। -মোশাররফ হোসেন, পীরগঞ্জ থেকে
×