ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ১২:০৫, ১৫ মার্চ ২০১৯

নতুন গবেষণা

কার্ডে সেন্সর প্রযুক্তি পিন নম্বর ভুলে গেলেও ঠিকই পণ্যের মূল্য পরিশোধের সুযোগ দেবে এনএফসি পেমেন্ট প্রযুক্তির ডেবিট কার্ডটি। এ জন্য কার্ডটিতে যুক্ত করা রয়েছে আঙ্গুলের ছাপ শনাক্তকরণ স্ক্যানার। স্ক্যানারটির ওপর আঙ্গুল রাখলেই ব্যবহারকারীর পরিচয় জানতে পারে কার্ডটি। এতে রয়েছে সেন্সর প্রযুক্তি। যুক্তরাজ্যের ন্যাটওয়েস্ট ব্যাংক পরীক্ষামূলকভাবে চালু করবে কার্ডটি। মিথ্যা শনাক্ত করবে রোবট! চোখের নড়াচড়া শনাক্ত করে ঠিকই মিথ্যা ধরে ফেলবে বিশেষ প্রযুক্তির রোবট। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে রোবটটির ব্যবহারও শুরু করেছে কানাডিয়ান বর্ডার সার্ভিস এজেন্সি। এই রোবটে ব্যবহার করা হয়েছে চোখের নড়াচড়া শনাক্তকরণ সফটওয়্যারসহ বেশ কিছু সেন্সর সুবিধা। এটি কাজে লাগিয়ে আগামী দিনে অপরাধীসহ সন্ত্রাসীদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সূত্র : সাইন্স ডেইলি
×