ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিরনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাফুফের তদন্ত কমিটি

প্রকাশিত: ১১:৩৭, ১৫ মার্চ ২০১৯

কিরনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাফুফের তদন্ত কমিটি

স্পোর্টস রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইংয়ের চেয়ারম্যান ও ফিফার সদস্য মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাফুফে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি এবং সদস্য হিসেবে আছেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি ও বাফুফে সদস্য আব্দুর রহিম। এই কমিটি কিরনের বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করে বাফুফে বরাবর প্রতিবেদন দাখিল করবে। সোমবার ঢাকা মহানগর মুখ্য আদালতে (মামলা নং ৫৮৫/২০১৯) ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারীর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় কিরনের ওপর গ্রেফতারী পরোয়ানা জারি করে মতিঝিল থানায় ওয়ারেন্ট পাঠায়। তারই জের ধরে বুধবার দুপুরে মতিঝিল পুুলিশ কিরনকে গ্রেফতারের জন্য বাফুফে ভবনে প্রবেশ করে। কিন্তু অনেক তল্লাশী চালিয়েও তারা কিরনকে খুঁজে পায়নি। কিরন বর্তমানে পলাতক আছেন। আন্তঃজেলা ও জাতীয় মহিলা কাবাডি তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে তিনদিনব্যাপী রংপুর ও রাজশাহী বিভাগের আন্তঃজেলা ও জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা জোন পর্যায়ের খেলা। উদ্বোধনী দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় দিনাজপুর জেলা দল ৪৭-৪৫ পয়েন্টের ব্যবধানে গাইবান্ধা জেলা দলকে, দ্বিতীয় খেলায় নীলফামারী জেলা দল ৫১-২৮ পয়েন্টের ব্যবধানে পঞ্চগড় জেলা দলকে, তৃতীয় খেলায় পঞ্চগড় ৩০-২৯ পয়েন্টে সিরাজগঞ্জ জেলা দলকে ও দিনের শেষ চতুর্থ খেলায় রংপুর জেলা দল ৬৭-১৯ পয়েন্টে গাইবান্ধাকে হারিয়ে দেয়। এর আগে সকাল ১০টায় এই প্রতিযোগিতা উদ্বোধন করেন পুলিশ বিভাগের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য । এ সময় জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মুহাঃ আশরাফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহবান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন উপস্থিত ছিলেন।
×