ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার আরেকটি পরাজয়

প্রকাশিত: ১১:৩৭, ১৫ মার্চ ২০১৯

শ্রীলঙ্কার আরেকটি পরাজয়

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজটি ছিল সফরকারী শ্রীলঙ্কার জন্য ঐতিহাসিক অর্জনের। স্বাগতিকদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তারা। কিন্তু ওয়ানডে সিরিজে মাথা তুলে দাঁড়াতেই পারছে না লঙ্কানরা। পোর্ট এলিজাবেথে সিরিজের প্রথম তিন ম্যাচের মতোই ভাগ্যবরণ করেছে চান্দিকা হাতুরাসিংহের শিষ্যরা। এবার চতুর্থ ওয়ানডেতে বুধবার রাতে ৬ উইকেটে সফরকারীদের পরাস্ত করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে ফাফ ডু প্লেসিসের দল। শনিবার কেপটাউনে পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। চতুর্থ ওয়ানডেতে প্রোটিয়া দলে প্রায় ৬ মাস পর ফিরেছেন নির্ভরযোগ্য মিডলঅর্ডার জাঁ পল ডুমিনি। এছাড়া টপঅর্ডার এইডেন মার্করাম ওয়ানডেতে ফেরেন প্রায় ৫ মাস পর। এ দু’জনকে নিয়ে টস জিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। দেড় মাস পর ওয়ানডেতে ফেরা অভিজ্ঞ পেসার ডেল স্টেইন ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন। উপুল থারাঙ্গা ৪ রানে সাজঘরে ফেরার মধ্যে দিয়ে ভয়ানক বিপর্যয়ের শুরু হয় লঙ্কানদের। এরপর আনরিখ নর্টজে, লুঙ্গি এনগিডি আর আন্দিলে ফেলুকোয়াওদের গতিতে দিশেহারা হয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। বড় কোন জুটি না হওয়াতে ৭১ রানে ৬ আর ১৩১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। তবে দশম উইকেটে ৫৮ রান যোগ করে সফরকারীদের চরম অসম্মানের হাত থেকে বাঁচিয়েছেন ক্যারিয়ারসেরা ইনিংস খেলা ইসুরু উদানা। ৯ নম্বরে ব্যাট করতে নেমে এ পেসার ক্যারিয়ারের প্রথম ফিফটি আদায় করেন। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে হলেও সবেমাত্র দ্বিতীয়বার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তিনি বিধ্বংসী হয়ে ওঠেন। মাত্র ৫৭ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করেন ৩১ বছর বয়সী উদানা।
×