ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিঞ্চের কাছে বিশ্বাসের ওপর কিছু নেই

প্রকাশিত: ১১:৩৭, ১৫ মার্চ ২০১৯

ফিঞ্চের কাছে বিশ্বাসের ওপর কিছু নেই

স্পোর্টস রিপোর্টার ॥ নিজ দেশে অসহায় আত্মসমর্পণ আর ভিনদেশে বীরের মতো লড়ে জয়ী হওয়াÑ একেবারেই দুই ধরনের অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে দেখা গেছে তিন মাসের ব্যবধানে। ভারতের কাছে ঘরের মাটিতে নাস্তানাবুদ হওয়া অসি ক্রিকেটাররা দারুণ বীরত্ব দেখিয়েছেন ভারতের মাটিতে এসে। ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার পরও টানা তিন জয়ে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে তারা। অথচ দুই সেরা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ এখনও ফেরেননি। তাদের ছাড়া ধুঁকতে থাকা অস্ট্রেলিয়া দলের এ বিস্ময়কর বিজয়ের পেছনের রহস্যটা বিশ্বাস। অধিনায়ক এ্যারন ফিঞ্চ এমনটাই দাবি করলেন। একজন ক্রিকেটার নিজে কত ভাল এবং দলগতভাবে অস্ট্রেলিয়া কতটা ভাল মানের সেই বিশ্বাসটা সবার মধ্যে আসার কারণেই ভারতের মাটিতে সিরিজ জেতার ব্যাপারটি সত্য হয়েছে বলে মনে করেন তিনি। বল টেম্পারিং বিতর্কে জড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হন স্টিভেন স্মিথ ও ওয়ার্নার। তারপর থেকেই অস্ট্রেলিয়া দলের অবস্থা টালমাটাল। এমনকি নিজেদের মাঠেও এক সময়ের পরাক্রমশালী দলটি নাজেহাল হয়েছে প্রতিপক্ষদের কাছে। হারতে হারতেই শিখে গেছে দলটি। এবার ভারতের মাটিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে অসিরা। অথচ টানা দেড় মাস বিগব্যাশ টি২০ খেলে ক্লান্ত অনেকেই শেষ মুহূর্তে ভারতে যাওয়ার প্লেনে উঠেছেন। সেই দলটি দুই টি২০ ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়ে প্রথম চমক দিয়েছিল। তবে ওয়ানডে সিরিজে আবার অসিদের সাম্প্রতিক নাজুক চেহারা ফুটে ওঠে। টানা দুই ম্যাচে ভারতের কাছে হেরে সিরিজ বাঁচানোই কঠিন হয়ে পড়ে। কিন্তু সেখান থেকে ম্যাচ জয়ের হ্যাটট্রিক গড়ে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে অসিরা। জিতেছে সিরিজ। এমনটা অসিদের কাছ থেকে অনেকদিন দেখেনি ক্রিকেট বিশ্ব। হুট করে আবার সেই পুরনো রূপে ফিরে আসার রহস্যটা জানিয়েছেন অধিনায়ক ফিঞ্চ, ‘স্থিতি আসা এবং লড়াই করার মানসিকতা আমরা দেখিয়েছি ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও। খেলাগুলোর মাঝে স্বল্প সময়ে এই ব্যাপারটি করা সহজ ছিল না। কিন্তু যা হবার সেটাই হোক এবং ভারত সিরিজ জিতুকÑ এমন মানসিকতায় থেকেছি আমরা। তবে আমরাও যে ভাল করতে পারি সেটার কিছুটা যেন দেখাতে পারি। আমাদের আসলে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল এবং আমাদের লড়াইটা করতেই হতো। আর সে কারণেই এখন আমি এই দলটি নিয়ে খুবই গর্বিত।’ এমনটা খোদ অসিরাও যে চিন্তা করেনি সেটা ফিঞ্চের কথাতেই স্পষ্ট। তবে এখন বাস্তবতা এটাই যে ভারতীয় দল হেরে গেছে ওয়ানডে সিরিজ। এ বিষয়ে ফিঞ্চ বলেন, ‘২-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর ৩-২ করাটা সত্যিই বিশেষ একটা ব্যাপার। আমি এখানে এটা নিয়ে বেশ কয়েকবারই এলাম এবং জেতার চেষ্টা করেও পারিনি। প্রচুর অস্ট্রেলিয়ান ক্রিকেটার এই চেষ্টা করেছিল। কিন্তু এবার সেটা হয়েছে এবং সে কারণেই এটা বিশেষ কিছু। এখন মানুষজন আমাদের নিয়ে কিছুদিন অনেক কিছুই লিখবে।’ তবে এসব নিয়ে চিন্তার চেয়ে ফিঞ্চের আশা বিশ্বকাপেও দলের সবার মধ্যে এমন চেষ্টাই থাকবে। তিনি বলেন, ‘আমরা এখানে যারা আছি সবাই সবসময় পরিকল্পনাটা জানতাম এবং কিভাবে খেলতে হবে সেটাও জানতাম। আর এসব জেনে তা করতে পারলে সেটি আমাদের বিশ্বকাপও জেতাতে পারে। ভারত অনেক বড় দল এবং তাদের বিরুদ্ধে জেতাটা অবশ্যই অনেক বড় কিছু। এটা হয়েছে শুধু নিজেদের পরিকল্পনার সঙ্গে লেগে থাকার কারণে এবং এই বিশ্বাসটা থাকার কারণে যে আমরাও ভাল কিছু করতে সক্ষম।’ শ্রীলঙ্কার টি২০ দলেও নেই ম্যাথুস-চান্দিমাল স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের টি২০ সিরিজের দলেও চমক রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দীর্ঘদিন পর দলে ফিরেছেন লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসারি ও পেসার সুরাঙ্গা লাকমাল। এছাড়া ফিরেছেন ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমা ও পেসার আসিথা ফার্নান্দো। শ্রীলঙ্কা টি২০ দল ॥ লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (সহঅধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কুসল মেন্ডিস, এ্যাঞ্জেলো পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রিয়ামাল পেরেরা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, ইসুরু উদানা, আসিথা ফার্নান্দো, আকিলা দনাঞ্জয়া, জেফরি ভ্যান্ডারসারি ও লক্ষণ সান্দাকান।
×