ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর পারফর্মেন্স জাদুকরী ॥ মেসি

প্রকাশিত: ১১:৩৬, ১৫ মার্চ ২০১৯

রোনাল্ডোর পারফর্মেন্স জাদুকরী ॥ মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পারফর্মেন্স ছিল মনোমুগ্ধকর। ছিল দারুণ বিস্ময়। কারণ আমি ভেবেছিলাম এ্যাটলেটিকো মাদ্রিদই শক্তিশালী। কিন্তু জাদুকরি এক রাত উপহার দিয়েছেন রোনাল্ডো’। ময়দানী লড়াইয়ে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো সম্পর্কে এমন প্রশংসার স্তুতি গেয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে রোনাল্ডোর জাদুকরী পারফর্মেন্সে ভর করেই এ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রোনাল্ডোর ক্লাব জুভেন্টাস। বুধবার রাতে মেসির ক্লাব বার্সিলোনাও ফরাসী প্রতিপক্ষ অলিম্পিক লিওকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শেষ আট নিশ্চিত করেছে। ম্যাচ শেষে বিভিন্ন বিষয়ে কথা বলার সময় রোনাল্ডোরও উচ্ছ্বসিত প্রশংসা করেন বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার। রোনাল্ডোর পারফর্মেন্স নিয়ে মেসি বলেন, রোনাল্ডো আর জুভেন্টাস যা করেছে সেটা আসলেই দারুণ। আমার মনে হয় এ্যাটলেটিকো মাদ্রিদ আরও কঠিন। রোনাল্ডো তিন গোল করেছেন, তার জাদুকরী এক রাত ছিল। চ্যাম্পিয়ন্স লীগে মেসির দলের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। তবে যে দলই পড়ুক, সেটা কঠিনই হবে মনে করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিপক্ষ সবাই কঠিন। আয়াক্সেই দেখুন (শেষ ষোলোতে যারা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে)। তারা দেখিয়েছে তরুণদের নিয়ে তাদের দলটি দুর্দান্ত। তারা কাউকে ভয় করে না। যাদের সামনেই পড়ি, আমাদের জন্য কঠিন হবে। আমাদের কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। মেসি যেমন প্রশংসা করেছেন রোনাল্ডোর তেমনি তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বার্সিলোনা ও লিও কোচ। বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, আমরা সবাই চ্যাম্পিয়ন্স লীগে ভাল করতে আত্মবিশ্বাসী এবং মেসিও তাই। ম্যাচে সে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছে, রীতিমতো সে ছিল অবিশ্বাস্য। লিও কোচ ব্রুনো জেনেসিও বলেন, মেসি চ্যাম্পিয়ন্স লীগের মেজাজে ছিল। সে প্রতিভাবান এবং সে এমন সব কাজ করতে পারে যা অন্য কেউ পারে না। কখনও কখনও সে এককথায় অপ্রতিরোধ্য। এদিকে সবার প্রশংসা পাওয়া রোনাল্ডো আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনারও বাহবা পেয়েছেন। রোনাল্ডো আর মেসির মতো খেলোয়াড়দের জাদুকর বলে আখ্যা দিয়ে ম্যারাডোনা বলেন, কিছু কিছু খেলোয়াড় আছে যারা জাদুর স্পর্শ পেয়েছে জীবনে। আমরা যারা আর্জেন্টাইন, তাদের কপাল ভাল যে মেসি স্পেনের হয়ে প্রতিনিধিত্ব করে না। আর্জেন্টিনা থেকে স্পেনের বার্সিলোনায় পাড়ি জমানো মেসি চাইলে স্পেনের হয়েও খেলতে পারতেন, কিন্তু খেলেননি। এ জন্য ম্যারাডোনার কণ্ঠে ঝরেছে কৃতজ্ঞতা। এরপর সিআর সেভেনের প্রশংসা করে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, রোনাল্ডোর কথা বলতে গেলে বলতে হয় সে একটা পশু। অলৌকিক শক্তি আছে ওর। এ্যাটলেটিকোর বিরুদ্ধে ও যা করে দেখিয়েছে, এরপর থেকে বলতে হয় ও অসাধারণ খেলোয়াড় হওয়ার পাশাপাশি ও একজন জাদুকরও বটে। কীভাবে ওকে জাদুকর না বলে থাকবেন আপনি? সে বলল যে তিনটা গোল করবে, গুনে গুনে তিনটি গোলই করল। এককথায় রোনাল্ডো অসাধারণ একজন ফুটবলার।
×