ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষ আটের শেষ দুই দল লিভারপুল ও বার্সিলোনা

প্রকাশিত: ১১:৩৩, ১৫ মার্চ ২০১৯

শেষ আটের শেষ দুই দল লিভারপুল ও বার্সিলোনা

জাহিদুল আলম জয় ॥ শেষ দুই দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনা ও ইংলিশ জায়ান্ট লিভারপুল। বুধবার রাতে নিজ নিজ ম্যাচ জিতে এ কৃতিত্ব দেখিয়েছে দল দু’টি। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠ ন্যুক্যাম্পে অতিথি অলিম্পিক লিওকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিক বার্সিলোনা। প্রথম লেগে নিজেদের মাঠে বার্সাকে রুখে দিলেও এবার কাতালানদের কাছে পাত্তাই পায়নি ফরাসী ক্লাবটি। দুই লেগ মিলিয়ে বার্সার জয় ৫-১ গোলে। বেয়ার্ন মিউনিখ ও লিভারপুলের মধ্যকার আরেক ম্যাচে বেশি দৃষ্টি ছিল ফুটবলপ্রেমীদের। প্রথম লেগে এ্যানফিল্ডে গোলশূন্য ড্র হয়েছিল দু’দলের মহারণ। ফিরতি লেগে নিজেদের মাঠ মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় পাত্তাই পায়নি বেয়ার্ন। অতিথি লিভারপুলের কাছে ৩-১ গোলে উড়ে যেয়ে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে জার্মান জায়ান্টদের। এর ফলে কোয়ার্টার ফাইনালের টিকেট পাওয়া আটটি দলের মধ্যে চারটিই হলো ইংল্যান্ডের। লিভারপুলের আগে ইংলিশ ক্লাবগুলোর মধ্যে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে দুই সিটি ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার। শেষ আটের বাকি চারটি দল হলোÑ ইতালির জুভেন্টাস, হল্যান্ডের আয়াক্স, পর্তুগালের এফসি পোর্তো ও স্পেনের বার্সিলোনা। আজ বিকেলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের নিয়নে। এর পরই বোঝা যাবে সেমিফাইনালের টিকেট পেতে কোয়ার্টারে কে কার বিরুদ্ধে খেলবে। এখন পর্যন্ত যে অবস্থা তাতে এবার ইউরোপ সেরার ট্রফি ইংলিশ ক্লাবের শোকেসে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। গত ১৯ ফেব্রুয়ারি ফ্রান্সে অনুষ্ঠিত শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় বার্সাকে ¯œায়ুচাপে রেখে লিও’র চোখ ছিল কোয়ার্টারে নাম লেখানোর। কিন্তু পেনাল্টি থেকে মেসির গোলের পর ফিলিপ কুটিনহোর দ্বিতীয় গোলে বিরতিতে যাওয়ার আগেই ম্যাচের ভবিষ্যত অনেকটাই নির্ধারিত হয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ঘটেছিল কিছুটা ছন্দ পতন। এ সময় লুকাস টুসার্টের ভলি লক্ষ্যভেদ করলে (৫৮ মিনিট) কিছুটা বেকায়দার পড়ে যায় বার্সা। কারণ এ্যাওয়ে গোলের কারণে কিছুটা সুবিধাজনক অবস্থানে ফিরে এসেছিল ফরাসী ক্লাবটি। তবে আবারও দলের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক মেসি। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলীয় অস্বস্তি দূর করে দেন এই আর্জেন্টাইন। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে জেরার্ড পিকে (৮১ মিনিট) ও উসমান ডেম্বেলে (৮৬ মিনিট) আরও দুই গোল করলে বড় জয় নিশ্চিত হয় বার্সার। ম্যাচে জোড়া গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লীগে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ১০৮টি। তবে ১২৪ গোল নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন রোনাল্ডো। ম্যাচ শেষে বার্সার ব্রাজিলিয়ান মিডফিল্ডার কুটিনহো বলেন, সর্বশেষ কয়েকটি সপ্তাহ, এক মাসও হতে পারেÑ আমি ভাল খেলতে পারছিলাম না। ভবিষ্যতে কি হবে সেটিও কেউ জানে না। তবে এই ম্যাচে আমি আমার পারফর্মেন্সে খুশি। লিও কোচ ব্রুনো জেনেসিও বলেন, যখন তিনি (মেসি) এমন একটি অবস্থানে থাকেন তখন তাকে আটকানোর কোন ক্ষমতা থাকে না। আমরা নিজেদের যতটুকু সামর্থ্য আছে তা করেছি। আসলে আমরা মেসির কাছেই হেরে গেছি। আরেক ম্যাচে বেয়ার্নের মাঠে শুরুতে একটু ছন্নছাড়া ছিল লিভারপুল। ম্যাচের ১০ মিনিটে এক গোল খেতেও পারতো তারা। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন বেয়ার্নের রবার্ট লেভানডোস্কি। এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় জার্গেন ক্লপের দল। ম্যাচের ২৬ মিনিটে এগিয়েও যায় তারা। এ সময় এগিয়ে এসেছিলেন বেয়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ের। তাকে এড়িয়ে ফাঁকা পোস্টে বল জড়িয়ে দেন সেনেগারের সাডিও মানে। ৩৯ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরে বাভারিয়ানরা। সের্গে জিনাব্রির ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন জোয়েল মাটিপ। বিরতির পর ৬৯ মিনিটে আবারও এগিয়ে যায় লিভারপুল। জেমস মিলনারের কর্নার থেকে পাওয়া বল লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে গোল করেন হল্যান্ডের অধিনায়ক ভিরজিল ফন ডাইক। ৮৪ মিনিটে মোহামেদ সালাহর বাড়ানো বলে হেডে আরেক গোল করে বেয়ার্নকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেন মানে।
×