ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় দূষণের কারণে শতাধিক বিদ্যালয় বন্ধ

প্রকাশিত: ১১:২৭, ১৫ মার্চ ২০১৯

মালয়েশিয়ায় দূষণের কারণে শতাধিক বিদ্যালয় বন্ধ

মালয়েশিয়ায় দূষণের কারণে শতাধিক বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। একটি নদীতে বিষাক্ত বর্জ্য ফেলায় এর পানি দূষিত হয়ে পড়ে। এই দূষণের কারণে বহু শিশুসহ শত শত মানুষ অসুস্থ হয়ে পড়ে বলে জানায় কর্তৃপক্ষ। খবর বিবিসির। ধারণা করা হচ্ছে, গত সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় জহর প্রদেশে একটি লরি থেকে নদীতে বিষাক্ত বর্জ্য ফেলা হয়। এতে বিশাল এলাকাজুড়ে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে শিশু ও প্রাপ্ত বয়স্করা অসুস্থ হয়ে পড়ে। তারা বমি করতে থাকে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বারনামা জানায়, এই দূষণের কারণে পাঁচ শ’র বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছে, যাদের বেশিরভাগই ছাত্র। ধোঁয়ায় অসুস্থ এসব লোকজনকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ১৬০ জনেরও বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, শিল্পশহর পাসির গুদাং প্রদেশের কাছের ওই এলাকায় কী ধরনের বিষাক্ত গ্যাস নির্গত হয়েছে। শিক্ষামন্ত্রী মাজলি মালিক বুধবার ওই এলাকার ৪৩ বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন। তবে পরে এর দ্বিগুণ বিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্যে ভয়াবহ ঝড় মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা, আইওয়া, কলোরাডো ও উয়োমিংয়ে শীতের শেষে শুরু হওয়া ভয়াবহ ঝড়ে বুধবার ব্যাপক বন্যা ও তুষারপাত দেখা দিয়েছে। এতে কিছু এলাকার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ব্যাপক তুষারপাত ও বন্যায় অঞ্চলটির রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ডেনভার বিমানবন্দরে প্রায় এক হাজার ৪শ’ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং এর সব রানওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। কলোরাডো সরকার জরুরী অবস্থা ঘোষণা করেছে এবং ন্যাশনাল গার্ড সৈন্যদের মোতায়েন করা হয়েছে। খবর এএফপির।
×