ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাসুদ আজহারকে ‘সন্ত্রাসী জঙ্গী’ আখ্যার উদ্যোগে চীনের বাধা

প্রকাশিত: ১১:২৬, ১৫ মার্চ ২০১৯

মাসুদ আজহারকে ‘সন্ত্রাসী জঙ্গী’ আখ্যার উদ্যোগে চীনের বাধা

ভারতের কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলাকারী গ্রুপ জইশ-ই-মোহাম্মদের (জেই এম) প্রধান মাসুদ আজহারকে ‘জঙ্গী সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনীত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে চীন। খবর গার্ডিয়ান অনলাইনের। মাসুদ আজহার জেইএমের নেতা এবং এ জঙ্গী গ্রুপ সম্প্রতি কাশ্মীরে এক মারাত্মক আত্মঘাতী বোমা হামলা চালায়। ওই হামলায় ৪০ ভারতীয় সৈন্য নিহত হয়। আজহারের সম্পদ বাজেয়াফত, ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে। কিন্তু চীন এর বিরোধিতা করে বলেছে, প্রস্তাবে যে অনুরোধ জানানো হয়েছে তা যাচাইয়ে আরও সময় প্রয়োজন এবং চীন এটি স্থগিত রাখার আহ্বান জানাচ্ছে। এ স্থগিতকরণ ৯ মাস কার্যকর থাকতে পারে। এই নিয়ে চতুর্থবার পাকিস্তানের ঘনিষ্ঠ সহযোগী চীন আজহারকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করার উদ্যোগে বাধা দিল। ভারতীয় সরকার যুক্তরাষ্ট্র,ব্রিটেন ও ফ্রান্সের উত্থাপিত প্রস্তাবের প্রতি সমর্থনকারী অন্যান্য সদস্য রাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে।
×