ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন সেনারা অতিরিক্ত মোটা, চীনারা আসক্ত গেমস ও ফাস্টফুডে

প্রকাশিত: ১১:২৫, ১৫ মার্চ ২০১৯

মার্কিন সেনারা অতিরিক্ত মোটা, চীনারা আসক্ত গেমস ও ফাস্টফুডে

মার্কিন সৈন্যদের ৬০ শতাংশই অতিরিক্ত মোটা। চীনা সৈন্যদের মধ্যে কম্পিউটার গেমস, ফাস্টফুড ও হস্তমৈথুনে আসক্তি বেশি। এমনকি ইরান ও ভারতের সৈন্যরা ক্রমে মুটিয়ে যাচ্ছে। সম্প্রতি র‌্যান্ড কর্পোরেশন নামে একটি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের জরিপে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটা দেশের সেনাবাহিনীতে সৈন্যরা স্বাস্থ্য ও ওজনের দিক থেকে কেমন হবে, তা নির্ধারিত হয় একটা মাপকাঠি দিয়ে, যাকে বলে বডি ম্যাস ইনডেক্স বা বিএমআই। বিএমআই হিসাব করেই বের করা হয় একজন সৈন্যের উচ্চতা এবং ওজনের অনুপাত আদর্শ এবং স্বাস্থ্যকর সীমার মধ্যে আছে কিনা। গবেষণায় দেখা যাচ্ছে, পৃথিবীর অনেক দেশেই সৈন্যদের মধ্যে স্থূলতা, বা অলস জীবনযাপনজনিত সমস্যা তৈরি হয়েছে। র‌্যান্ড কর্পোরেশনের হিসাবে দেখা যাচ্ছে, মার্কিন সৈন্যদের প্রায় ৬৬ শতাংশের ওজনই মাত্রাতিরিক্ত রকমের বেশি। এমন এক সময় এই হিসাব বের হলো যখন আমেরিকান তরুণের বেশিরভাগই সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী নয়। বলা হচ্ছে, ২০১৭ সালে ১৬ থেকে ২৪ বছর বয়সী মার্কিনীর মধ্যে মাত্র ১১ শতাংশ সামরিক বাহিনীতে যোগ দেবার আগ্রহ দেখিয়েছে। আরও খারাপ খবর হচ্ছে, যারা নিয়োগ পরীক্ষায় বাতিল হয় তাদের এক-তৃতীয়াংশই বাদ পড়ে অতিরিক্ত মোটা হবার কারণে। আর চীনা সৈন্যদের প্রধান সমস্যা হচ্ছে ফাস্টফুড খাওয়া এবং অতিরিক্ত হস্তমৈথুন করা। প্রতিবেদনে বলা হয়েছে, একে তো নিম্নমানের খাওয়া, দীর্ঘ সময় কম্পিউটার গেমস নিয়ে বসে থাকা, অতিমাত্রায় হস্তমৈথুন এবং শারীরিক পরিশ্রমের অভাবে চীনা সৈন্যরা ফিটনেস হারাচ্ছে। এক পরীক্ষায় দেখা যায়, চীনা সেনাবাহিনীতে যোগ দিতে আসা নতুনদের ২০ শতাংশ ওজন পরীক্ষায় ফেল করেছে। কিছু সৈন্য ৫ কিলোমিটার দূরপাল্লার দৌড় শেষ করতে পারেনি। ইরানের সৈন্যদেরও মোটা হবার সমস্যা আছে। বর্তমানে ইরানের পাঁচ লাখ সক্রিয় সেনা সদস্য রয়েছে। এদের ৪১ শতাংশের ওজন আদর্শ মাত্রার চেয়ে বেশি এবং ১৩ শতাংশ রীতিমতো স্থূলকায়। একজন বিশেষজ্ঞ সতর্ক করে দিয়েছেন, সৈন্যরা যেভাবে মোটা হচ্ছে তাতে হয়ত অচিরেই যুদ্ধবিমান এবং সাবমেরিনের চালকের আসন চওড়া করে বানাতে হবে। একই সমস্যা রয়েছে ভারতীয় বাহিনীতেও। দেশটির এক-তৃতীয়াংশ সেনাই মোটা। সেনাদের এভাবে মুটিয়ে যাবার কারণ হিসেবে বলা হয়েছে, সেনাবাহিনীর লোকেরা নানা রকম চাপের শিকার হয়। তারা মৃত্যু ও অন্যান্য নানা রকম ক্ষতিকর ঘটনা প্রত্যক্ষ করে। তাদের ঘুমের ব্যাঘাত হয়। এসবের কারণে এদের মধ্যে অস্বাস্থ্যকর খাবার গ্রহণের অভ্যাস তৈরি হয়। আর এই ধরনের খাবার খেয়ে সেনা সদস্যরা মোটা হয়ে যাচ্ছেন। বিবিসি
×