ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোটে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবেনা ॥ নওগাঁর ডিসি

প্রকাশিত: ০৫:৩৬, ১৪ মার্চ ২০১৯

  ভোটে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবেনা ॥ নওগাঁর ডিসি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ কারো প্রতি পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব সঠিক ও নিরপেক্ষ ভাবে পালন করার আহ্বান জানিয়ে নওগাঁর জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, ১৮মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে জেলায় কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবেনা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নওগাঁ জেলার যে সকল উপজেলায় আগামী ১৮মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ সকল উপজেলায় নির্বাচন হবে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ। আর নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ করতে ইতোমধ্যেই প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে । নির্বাচনের আগের দিন ভোট গ্রহণ কর্মকর্তাদের কোন আত্মীয়ের বাড়ি না থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে অবস্থান করে রাত্রী যাপনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কয়েকজন সরকারী কর্মকর্তার ফোন রিসিভ করা ছাড়া অন্য কারো ফোন রিসিভ না করার জন্যও কঠোর ভাবে নির্দেশ প্রদান করা হয় প্রশিক্ষণ গ্রহণকারী কর্মকর্তাদের। আর নির্বাচনের দিন যদি কোন প্রার্থীর লোকজন ভয়ভীতি প্রদর্শন করে বা হুমকি-ধামকি দেয়, তবে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার জন্য বলা হয়েছে তাদেরকে। আত্রাই উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আহসান উল্লাহ মেমোরিয়াল সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচননের নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক ও আত্রাই থানার ওসি মোঃ মোবারক হোসেন।
×