ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহকসেবা ৪ দিন বন্ধ থাকছে

প্রকাশিত: ১৩:৩০, ১৪ মার্চ ২০১৯

ডাচ-বাংলা ব্যাংকের  গ্রাহকসেবা ৪ দিন  বন্ধ থাকছে

বিডিনিউজ ॥ তথ্য ভান্ডার আধুনিকায়নের কাজের জন্য টানা চার দিনের জন্য বন্ধ থাকছে ডাচ-বাংলা ব্যাংকের সব ধরনের লেনদেন। এই সময়ে ব্যাংকটির এটিএম বুথ থেকে কোন গ্রাহক টাকা তুলতে পারবেন না। শাখায় গিয়েও টাকা তুলতে বা জমা দিতে পারবেন না। ব্যাংকটির ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়ে কোন কেনাকাটাও করা যাবে না। এমনকি এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল সেবা রকেটও থাকবে বন্ধ। ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহকের সংখ্যা আড়াই কোটির মতো। বুধবার সন্ধ্যায় ডাচ-বাংলা ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিস্টেম আপগ্রেডের জন্য বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে ১৯ মার্চ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ব্যাংকের শাখা, এটিএম, পস (পিওএস) এবং এজেন্ট ব্যাংকিংসহ সব প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ঘোষণাটি মোবাইল এসএমএসের মাধ্যমে তারা গ্রাহকদের জানিয়েছে। ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, দুদিন সাপ্তাহিক ছুটি এবং তারপর দিন সাধারণ ছুটি হওয়ায় গ্রাহক ভোগান্তি কম হবে মনে করেই তারা এই সময়টি বেছে নিয়েছেন কাজটির জন্য। ১৯৯৫ সালে যাত্রা শুরু করা ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক সংখ্যা এখন ২ কোটি ৫০ লাখ। সারাদেশে ব্যাংকটির শাখা ১৮৪টি। এছাড়া ৫ হাজারের মতো এটিএম বুথ এবং ৮০০টি ফাস্ট ট্র্যাক সার্ভিস রয়েছে ব্যাংকটিতে।
×