ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, বাফুফে সদস্য কিরণের বিরুদ্ধে ওয়ারেন্ট

প্রকাশিত: ১৩:২৮, ১৪ মার্চ ২০১৯

 প্রধানমন্ত্রীকে কটূক্তির  অভিযোগ, বাফুফে  সদস্য কিরণের  বিরুদ্ধে ওয়ারেন্ট

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের মানহানির মামলায় ফিফার কাউন্সিল সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সরাফুজ্জামান আনসারী বাদীর জবানবন্দী গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানার এ আদেশ দেন। আদালত গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ৮ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল সংগঠকদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন। তার ওই বক্তব্য বেসরকারী টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে প্রকাশিত হয়। এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। তিনি বলেন, ‘মিডিয়ার রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছি আমাদের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীকে নিয়ে মাহফুজা আক্তার কিরণ কটূক্তি করেছেন। আমি স্বপ্রণোদিত হয়ে মামলা করেছি।
×