ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ইংল্যান্ড যাও স্টেডিয়াম মাতাও’

প্রকাশিত: ১২:০৪, ১৪ মার্চ ২০১৯

 ‘ইংল্যান্ড যাও স্টেডিয়াম মাতাও’

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটের বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের জন্য ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি এবং বিশ্বের জনপ্রিয় পানীয় কোম্পানি কোকা কোলা একটি গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করার ঘোষণা দিয়েছে। এই অংশীদারিত্বের অংশ হিসেবে কোকা কোলা আগামী পাঁচ বছরের জন্য আইসিসি’র নন-এ্যালকোহলিক পানীয়ের অংশীদার হিসেবে থাকবে। এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশে ভোক্তাদের সম্পৃক্ত করতে কোকা কোলা বাংলাদেশ ‘ইংল্যান্ডে যাও, স্টেডিয়াম মাতাও’ শিরোনামে নতুন এই ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এই ক্যাম্পেইনের ফলে বাংলাদেশী ক্রিকেটভক্তরা ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি বিশ্বকাপ মাঠে বসে সরাসরি উপভোগের সুযোগ পাবেন। বুধবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশীদারিত্ব এবং ক্যাম্পেইনের বিষয়ে বিস্তারিত জানানো হয়। কোকা কোলার সাউথ ওয়েস্ট এশিয়া অপারেশন্সের ভাইস প্রেসিডেন্ট সন্দ্বীপ বাজোরিয়া, আইসিসির জেনারেল ম্যানেজার ক্যাম্পবেল জেমিসন, বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান, পরিচালক ও মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন চেয়ারম্যান জালাল ইউনুস, কোকা কোলা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড অজয় বাতিজা এবং কোকা কোলা বাংলাদেশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রথম ধাপে বাংলাদেশের ভোক্তাদের জন্য আন্ডার দ্য ক্যাপ (ইউটিসি) ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশী ভোক্তারা কোকা কোলার পিইটি বোতলের হলুদ রঙের ছিপির নিচে একটি মৌলিক কোড নাম্বার পাবেন। ইউটিসি ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য অংশগ্রহনকারী ভোক্তাদের ০৯৬১ ৭১ ৭১ ৭১ নম্বরে ‘মিসড কল’ দিতে হবে। এরপর তারা একটি স্বয়ংক্রিয় কল রিসিভ করবেন বোতলের হলুদ ছিপিতে থাকা ১০ অঙ্কের কোড টাইপ করতে হবে কুইজে অংশগ্রহণের জন্য। কুইজে অংশগ্রহণকারীদের তিনটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিদিনই একজন করে ‘সৌভাগ্যবান বিজয়ী’ আইসিসি বিশ্বকাপের টিকেট পাবেন কোকা কোলা বাংলাদেশের সৌজন্যে। এর পাশাপাশি ৬০ জন করে সৌভাগ্যবান ভোক্তা প্রতিদিন নির্ধারিত ১২ ঘণ্টা সময়ে জিতে নিতে পারবেন একটি করে স্মার্ট ফোন। এই ক্যাম্পেইন ১৫ মার্চ ২০১৯ থেকে ১৪ মে ২০১৯ পর্যন্ত চলবে।
×