ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারী ক্রিকেট লীগে আবারও চ্যাম্পিয়ন সিলেট

প্রকাশিত: ১২:০৩, ১৪ মার্চ ২০১৯

 নারী ক্রিকেট লীগে আবারও চ্যাম্পিয়ন সিলেট

স্পোর্টস রিপোর্টার ॥ নারী জাতীয় ক্রিকেট লীগে আবারও চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। মেয়েদের জাতীয় ক্রিকেট লীগে শ্রেষ্ঠত্ব ধরে রাখল সিলেট বিভাগ। মঙ্গলবার কক্সবাজারে চট্টগ্রাম বিভাগকে দুই উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে জাহানারা, হ্যাপি, সুমনাদের নিয়ে গড়া দলটি। রানার্সআপ হয় ঢাকা। গত আসরেও সিলেটই চ্যাম্পিয়ন হয়েছিল। চট্টগ্রামকে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিলেট। তাদের কেউ টপকাতে পারছে না। সাত ম্যাচে তাদের হার মাত্র একটি। ময়মনসিংহ আট ও রাজশাহী চার পয়েন্ট নিয়ে লীগ শেষ করেছে। সব ম্যাচে হেরে টেবিলের তলানিতে চট্টগ্রাম। খুলনা ও বরিশালের পয়েন্ট সমান ছয় করে। মঙ্গলবার চট্টগ্রামকে ১৪২ রানে অলআউট করে দুই উইকেট ও ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় সিলেট। চার উইকেট নেয়ার পর দলের বিপদের সময় ২৫ রানের ইনিংস খেলে সিলেটের জয়ে দারুণ ভূমিকা রাখেন জাহানারা আলম। অলরাউন্ড নৈপুণ্যে পান ম্যাচসেরার পুরস্কারও। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পরও নয় বল আগেই ১৪২ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। মাত্র ২৮ রানে শেষ আট উইকেট হারায় তারা। জাতীয় লীগের গত আসর হয়েছিল টি২০ ফরমেটে। নারী বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই ফরমেটে লীগ হয়েছিল। শিরোপা জয়ে একচেটিয়া আধিপত্য দেখানো খুলনাকে পেছনে ফেলে টানা দু’বার শিরোপা জিতল সিলেট।
×