ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্ডিয়ান ওয়েলস থেকে সিমোনা-ওসাকার বিদায়

প্রকাশিত: ১২:০৩, ১৪ মার্চ ২০১৯

 ইন্ডিয়ান ওয়েলস থেকে সিমোনা-ওসাকার বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নাওমি ওসাকা। জাপানের তরুণ এই প্রতিভাবান খেলোয়াড়ের পরেই অবস্থান সিমোনা হ্যালেপের। র‌্যাঙ্কিংয়ের এক আর দুই নম্বরে থাকা উভয় তারকাই হতাশ করেছেন সমর্থকদের। বুধবার একইদিনে ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্ট থেকে যে বিদায় নিয়েছেন তারা। সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচের কাছে হেরে টুর্নামেন্টের শেষ ষোলো থেকে ছিটকে গেছেন ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ওসাকা। রোমানিয়ার সিমোনা হ্যালেপ হেরেছেন চেক প্রজাতন্ত্রের তরুণ খেলোয়াড় মার্কেটা ভোন্দ্রোসোভার কাছে। শুধু মহিলা এককে কেন? ইন্ডিয়ান ওয়েলসে অঘটন দেখা গেছে পুরুষ এককেও। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচও। অবাছাই জার্মানির ফিলিপ কোলেশচেইবারের কাছে সরাসরি সেটে হার মানেন এই সার্বিয়ান তারকা। সময়ের সেরা খেলোয়াড় নাওমি ওসাকা। গত বছরের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের শিরোপা জিতেন তিনি। এরপর নতুন মৌসুমের প্রথম মেজর শিরোপা অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হয়ে গোটা টেনিস দুনিয়াকে চমকে দেন তিনি। যে কারণে ফেবারিটের তকমা নিয়েই শেষ ষোলোতে খেলতে নেমেছিলেন ওসাকা। এই রাউন্ডে ওসাকার প্রতিপক্ষ ছিলেন ২৩তম বাছাই সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ। এক নম্বর খেলোয়াড়ের বিপক্ষে ম্যাচের প্রথম সেট থেকেই উজ্জীবিত ছিলেন বেনচিচ। ফলে ৬৬ মিনিটের ব্যবধানে ৬-৩, ৬-১ গেমে ম্যাচটি জিতে নেন তিনি। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের টিকেট পেলেন বেনচিচ। যেখানে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা। রাউন্ড অব সিক্সটিনে তিনি ৭-৬ (৭/০), ৪-৬ এবং ৬-২ গেমে হারিয়েছেন এনেট কোন্টাভেইটকে। অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা হারায় চরম হতাশ। এ প্রসঙ্গে ম্যাচের শেষে তিনি বলেন, ‘আমি ভাল খেলতে পারিনি। এই হারে আমি সত্যিই দুঃখিত ও হতাশ।’ অন্যদিকে তার প্রতিপক্ষ বেনচিচ দারুণ রোমাঞ্চিত। জয়ের পর তিনি বলেন, ‘ওসাকার বিপক্ষে জিততে পারব এমনটা আমি ভাবিনি। এই জয়ে আমি খুবই আনন্দিত। সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে। ঐ ম্যাচগুলোতে ভাল করতে চাই।’ জাপানের নাওমি ওসাকার মতো অঘটনের শিকার হয়েছেন হ্যালেপ। অবাছাই চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভোন্দ্রোসোভার কাছে ৬-২, ৩-৬ ও ৬-২ গেমে হেরে যান সাবেক এক নাম্বার খেলোয়াড় সিমোনা হ্যালেপ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এ ম্যাচে আমি অনেক বেশি পরিশ্রম করেছি। কিন্তু আমি অনেক বেশি রক্ষণাত্মক ছিলাম। তবে যা করতে চেয়েছি তা করতে পারিনি।’ এদিকে নোভাক জোকোভিচও নতুন মৌসুমের প্রথম মেজর শিরোপা অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, মেলবোর্নে রেকর্ড সাতবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয়ের নতুন ইতিহাসও গড়েন তিনি। ঐ শিরোপার পর ইন্ডিয়ান ওয়েলসেই প্রথম খেলতে নামেন নোভাক জোকোভিচ। এই রাউন্ডে কোলেশচেইবারের বিপক্ষে রেকর্ড বেশ ভাল ছিল তার। কেননা আগের নয়বারের মুখোমুখিতে আটবারই জয় পান তিনি। তাই কোলেশচেইবারের বিপক্ষে জয়ের রেকর্ড ধরে রাখার লক্ষ্যে তৃতীয় রাউন্ডে খেলতে নামেন তিনি। কিন্তু র‌্যাঙ্কিংয়ে ৩৯তম স্থানে থাকা কোলেশচেইবারের কাছে ৬-৪, ৬-৪ গেমে লজ্জাজনকভাবে হেরে যান জোকোভিচ। জোকোভিচের মতো খেলোয়াড়ের বিপক্ষে জয়ের পর আনন্দে আত্মহারা কোলেশচেইবার।
×