ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ ভুটানকে হারালেই সেমিতে বাংলাদেশ

প্রকাশিত: ১২:০০, ১৪ মার্চ ২০১৯

আজ ভুটানকে হারালেই সেমিতে বাংলাদেশ

রুমেল খান ॥ পাকিস্তান এই আসরে অংশ নেয়নি। ফলে গ্রুপে (‘এ’) একটা ম্যাচ কমে গেছে। তিন দলের গ্রুপে ম্যাচ খেলতে হবে মাত্র দুটি। এর মধ্যে মাত্র একটি মাত্র ম্যাচে জিততে পারলেই মিলবে শেষ চারের যাবার ছাড়পত্র, যেটা কি না বাংলার বাঘিনীদের দলের প্রাথমিক লক্ষ্য। হ্যাঁ, এই প্রাথমিক লক্ষ্য পূরণ করতেই আজ বিকেল সোয়া তিনটায় নেপালের বিরাটনগরের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামের ঘাসের মাঠে ‘ড্রাগন গার্লস’ খ্যাত ভুটানের বিরুদ্ধে খেলতে নামবে ‘দ্য বেঙ্গল টাইগ্রেস’ খ্যাত বাংলাদেশ। যদি বাংলাদেশ জিতে যায় তাহলে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরের সেমিফাইনালে পৌঁছে যাবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা, তাও এক ম্যাচ হাতে রেখেই। এদিকে ‘বি’ গ্রুপে বর্তমান ও সর্বাধিক চারবারের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারত ৬-০ গোলে মালদ্বীপকে উড়িয়ে দিয়ে স্বাভাবিক সূচনা করেছে। বাংলাদেশের ভয় এই ভারতকেই। কেননা গ্রুপ রানার্সআপ হলে তাদের সামনেই পড়তে হতে পারে বঙ্গকন্যাদের। সেক্ষেত্রে তাদের সামনে দুটি আবশ্যিক কর্তব্য আছে। একটি হলো আজকের খেলায় তাদের অবশ্যই ভুটানকে হারাতে হবে কমপক্ষে ৪-০ গোলে। আরেকটি হলো পরের গ্রুপ ম্যাচে স্বাগতিক-শক্তিশালী নেপালকে হারাতে না পারলেও কমপক্ষে ড্র করতে পারলেই কেল্লাফতে- গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে এড়ানো যাবে ভারতকে (সেক্ষেত্রে অবশ্য ‘বি’ গ্রুপে ভারতকেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। যদি ভারত আবার নিজ গ্রুপের রানার্সআপ এবং বাংলাদেশ তাদের নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে বাধবে গোল- দুর্ভাগ্যজনকভাবে সেমিতে এই দু’দলেরই দেখা হয়ে যাবে! কাজেই গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্সআপ হওয়ার হিসেব-নিকেশ মেলাটা খুবই জরুরী!)। ভুটানকে কমপক্ষে চার গোলে হারানোর প্রসঙ্গ আসছে এ জন্য- ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে নেপাল ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে (মঙ্গলবার গ্যালারিতে বসে সেই ম্যাচটি দেখেছে বাংলাদেশ দল)। কাজেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের দুটি ধাপের একটি হলো নেপালের চেয়ে গোলসংখ্যায় এগিয়ে থাকতে হবে, তাহলে একটু বাড়তি সুবিধা নিয়ে পরের ম্যাচে নেপালের বিরুদ্ধে খেলতে পারবে। আজকের ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘ভুটান ম্যাচটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে লক্ষ্য নিয়ে এসেছি তা পূরণ করতে হলে জিততেই হবে এই ম্যাচে। একই সঙ্গে জয়টা যেন বড় হয়, সেটাই বলা আছে মেয়েদের।’ দলের সহ-অধিনায়ক মিশরাত জাহান মৌসুমীও কোচের সুরেই কথা বলেন, ‘আমরা জানি ভুটানের বিপক্ষে আমাদের কি করতে হবে। মানসিকভাবে সবাই প্রস্তুত আছে।’ দলের অধিনায়ক-ফরোয়ার্ড সাবিনা খাতুন বলেন, ‘পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে, সেমিতে ওঠার জন্য আমাদের ভুটানের বিপক্ষে জিততে হবে। মোটামুটি মানসিকভাবে আমরা প্রস্তুতি নিয়ে আছি, যে কোন মূল্যে আমাদের জিততেই হবে।’ বয়সভিত্তিক আসরে এই ভুটান কখনই বাংলাদেশকে হারাতে পারেনি। গোলের ব্যবধান অনেক বড় ছিল। হারাতে পারেনি সিনিয়র লেভেলেও। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের ফিফা র‌্যাঙ্কিং ১২৫। সেক্ষেত্রে ভুটানের কোন র‌্যাঙ্কিং নেই। এ পর্যন্ত বাংলাদেশ দল মোট আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ২৮টি। এর মধ্যে তারা জিতেছে ১১টিতে। ড্র করেছে ১টিতে। আর হেরেছে ১৬টিতে। ৪৪ গোল করার বিপরীতে গোল হজম করেছে ৬৩টি। বাংলাদেশের ১১ জয়ের ২টি এবং ৪৪ গোলের ১০টি হচ্ছে ভুটানের বিরুদ্ধে। প্রতিটি জয়ই এসেছে এই সাফ চ্যাম্পিয়নশিপেই। সাফের প্রথম আসরে (২০১০ সালে কক্সবাজারে অনুষ্ঠিত) বাংলাদেশ গ্রুপপর্বে ভুটানকে ৯-০ গোলে এবং ২০১২ সালের শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত দ্বিতীয় আসরে গ্রুপপর্বে ১-০ গোলে হারায়। ২০১৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত তৃতীয় এবং ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত চতুর্থ ও সর্বশেষ আসরে ভুটানের মুখোমুখি হয়নি বাংলাদেশ। বুধবার রঙ্গশালা স্টেডিয়ামে একঘণ্টার অনুশীলন করে বাংলাদেশ দল। তবে চোটের কারণে সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারেননি ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার। দলের অন্যতম সেরা এই তারকার জন্য আজ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান ছোটন। বাকি সবাই সুস্থ ও ফিট আছে। ভুটানের বিপক্ষে প্রথম একাদশও অনেকটা চূড়ান্ত। একাদশে খেলতে পারেন রূপনা, মাসুরা, শিউলি, আঁখি, সানজিদা, মারিয়া, মৌসুমী, মনিকা, স্বপ্না, শামসুন্নাহার সিনিয়র এবং সাবিনা। এখন দেখার বিষয় আজ তৃতীয় সাক্ষাতে ‘ড্রাগন গার্লস’দের বিরুদ্ধে কত গোলের জয় কুড়িয়ে নিতে পারে দ্য বেঙ্গল টাইগ্রেস বাহিনী।
×