ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়

মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ১১:৫৪, ১৪ মার্চ ২০১৯

মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) পরীক্ষার ফল বুধবার প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৫১টি কলেজের ১ লাখ ৯৪ হাজার ৯১২ পরীক্ষার্থী মোট ১১৩ টি কেন্দ্রে অংশগ্রহণ করে। এরমধ্যে ১ লাখ ৪৫ হাজার ৯৯৪ জন উত্তীর্ণ হয়েছে। এবারের পাসের হার ৭৪.৯০%। প্রকাশিত ফল রাত ৮ টা হতে যে কোন মোবাইল থেকে SMS এর মাধ্যমে NU MF Roll লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে এবং ওয়েবসাইট ও থেকে জানা যাবে। অনার্স ২য় বর্ষ পরীক্ষার সূচী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষা আগামী ৩০ মার্চ থেকে শুরু হচ্ছে এবং তা চলবে ২ মে পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সময়সূচী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd) এবং (www.nubd.info) থেকে পাওয়া যাবে। . মাস্টার্সে আবেদনের সময় বৃদ্ধি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে ২য় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদনের সময় আগামী ২০ মার্চ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
×