ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কটকা ট্র্যাজেডি স্মরণে খুবিতে শোক দিবস পালন

প্রকাশিত: ১১:৫১, ১৪ মার্চ ২০১৯

 কটকা ট্র্যাজেডি স্মরণে খুবিতে শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কটকা ট্র্যাজেডি স্মরণে শোকর‌্যালিসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শোক দিবস পালন করা হয়। ২০০৪ সালের ১৩ মার্চ সুন্দরবনের কটকা নামকস্থানে শিক্ষা সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের আরনাজ রিফাত রূপা, মোঃ মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মোঃ কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মোঃ আশরাফুজ্জামান, মোঃ তৌহিদুল এনাম এবং বুয়েটের ছাত্র সামিউল ও শাকিল সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেন। এই ১১ শিক্ষার্থীর অকালমৃত্যুর পর থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি পালন উপলক্ষে খুবিতে বুধবার সকাল সাড়ে দশটায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শোকর‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কটকা স্মৃতিস্তম্ভে পৌঁছায়। শোকর‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ ও বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সকল স্তরে কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। পরে কটকা স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রথমে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপত্য ডিসিপ্লিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন, হল, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- এদিনটি আমাদের জন্য সত্যিকার অর্থে শোক ও বেদনার। আমরা চাই ভবিষ্যতে যেন আর কোন মেধাবী সন্তান এভাবে না হারিয়ে যায়। দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে দোয়া মাহফিল/প্রার্থনা, বাদ যোহর এতিমদের সঙ্গে মধ্যাহ্নভোজ, বিকেলে কটকা স্মৃতিসৌধে শোকসভা ও স্মৃতিচারণ। এছাড়া সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন এবং পরে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
×